



আগামীকাল ভারত ও আফগানিস্তান ম্যাচ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আগামীকাল মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। ভারতীয় সময় বেলা ২ টোর সময় খেলা শুরু হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গতকালই জানানো হয়, এই ম্যাচেও ভারতীয় দল পাবে না শুভমন গিলকে। ডেঙ্গী আক্রান্ত ভারতীয় ব্যাটার চিকিৎসাধীন। উল্লেখ্য যে, আফগানিস্তান প্রথম ম্যাচ বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে। অস্ট্রেলিয়াকে বড় রানে হারিয়ে দেশের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দলের জয় অব্যাহত রাখা।
-ফাইল চিত্র
