Sasraya News

Friday, March 28, 2025

Icc Mens ODi Cricket world cup 2023, India vs Australia Final Match : কান্না ধরে রাখতে পারলেন না সিরাজ

Listen

কান্না ধরে রাখতে পারলেন না সিরাজ 

Icc Cricket ODI World Cup 2023, Icc Mens Cricket world cup 2023 India vs Australia Final Match, Ahmedabad, Narendra Modi Stadium, India vs Australia Worldcup Final 2023, Rohit Sharma Capitain India, Mohammad Sirj, PM Narendra Modi :: সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : বিশ্বকাপ ফাইনালে ভারতের এই হার মানতে পারছেন না অনেকেই। শুধু ভারতীয় দলই নয়, সমর্থকদের ভেতরেও দুঃখ, কষ্ট, হতাশা দলা পাকিয়ে উঠেছে! রোহিত শর্মা অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়লেন। এই বিশ্বকাপে অজিদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল রোহিতের ব্লু’জ। দুরন্ত ফর্মে ভারতের বিশ্বকাপ স্কোয়াড। ম্যাচ জিতে সেমিফাইনাল পর্যন্ত টানা দশটি ম্যাচ জিতেছে কোহলিরা। বিশ্ববাসীর চোখে নতুন স্বপ্ন বুনে দিয়েছিল শামী, সিরাজ, বুমরা, জাদেজা, শ্রেয়াসরা। এই দলটিই রবিবার বিশ্বকাপের ফাইনালে ৬ উইকেটে পরাজিত হল কামিন্সদের কাছে। ম্যাচ শেষে কান্না চেপে রাখতে পারলেন না মহম্মদ সিরাজ। অঝোরে মাঠের ভেতর কাঁদলেন ভারতের পেশার। আসল চিত্রটা এমনি, অজিরা যখন বিশ্বকাপ জয়ের উল্লাস প্রকাশে মসগুল, ভারতীয় শিবিরে নির্মম হাহাকার! অজিরা জিততেই মাঠের ভেতর মুখ ঢেকে বসে রইলেন উইকেট কিপার ব্যাটার কে.এল. রাহুল। রবীন্দ্র জাডেজা হারের ক্ষোভ আটকে রাখতে পারলেন না! ভাঙলেন উইকেট! কোনও রকমে কান্না চেপে মাঠ ছাড়লেন কিং কোহলি! তবে দেশের মাটিতে বিশ্বকাপ হারলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট দলের উদ্দেশ্যে বার্তা দিলেন, ভারতীয় ক্রিকেটের পাশে সারা দেশ থাকবে। প্রধানমন্ত্রীর বার্তায় আরও বলেন, ‘Dear Team India,

Your talent and determination through the World Cup was noteworthy. You’ve played with great spirit and brought immense pride to the nation.

We stand with you today and always.’

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment