



রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হলেন গৌতম গম্ভীর
সাশ্র নিউজ ★ স্পোর্টস ডেস্ক : ভারতের অধিনায়ক রোহিত শর্মা-এর (Indian Captain Rohit Sharma) প্রশংসায় পঞ্চমুখ হলেন, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Former Cricketer Gautam Gambhir), গৌতম বলেন, ‘ও ভালো নেতা বলে, ৫ বার আইপিএল ট্রফি জিতেছে। যদি ওর পরিসংখ্যান ও সাফল্য দেখা হয় সবেতেই ফুল মার্কস পাওয়ার মতো। কিন্তু ওর মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা, তা হল ও যে কোনও পরিস্থিতিতে দলের প্রত্যেককে ভরসা দেয়।’ এইখানেই থামেননি গৌতম। তিনি ভারতের বর্তমান ক্যাপ্টেন সম্পর্কে বলেন, ‘একজন ভালো অধিনায়ক দলকে সব সময় ভরসা দেয়। যা ড্রেসিংরুমের পরিবেশও বদলে দেয়। রোহিত ভালো নেতা হওয়ার দরুণ ও দলের ১৪ জনকেই সব সময় ভরসা দেয়। বছরের পর বছর ধরে রোহিত এটা করে চলেছে।’ প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বিশ্বকাপে (Icc Men’s ODI Cricket World Cup 2023, India) লিগ পর্যায়ে সব ক’টি ম্যাচ জিতে সেমিফাইনালে (Semifinal) ভারত। এখন পর্যন্ত ভারতের একমাত্র অধিনায়ক রোহিত শর্মা, যিনি বিশ্বকাপে লিগপর্যায়ে কোনও ম্যাচ হারেননি। এবং পয়েন্ট তালিকায় শীর্ষে শীর্ষে থেকে দেশকে সেমিফাইনালে নিয়ে গিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও চলতি বিশ্বকাপে ভাল রান পেয়েছেন। রবিবার নেদারল্যান্ডসের (India vs Netherlands Match) বিরুদ্ধে উইকেটও পান ভারতের অধিনায়ক। ১৬০ রানে নেদারল্যান্ডসকে পরাজিত করেন রোহিত-কোহলিরা।
-ফাইল চিত্র
