Sasraya News

ICC : আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০২৩ -এর লোগো ‘নাভরাসা’

Listen

আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০২৩ -এর লোগো ‘নাভরাসা’ 

সাশ্রয় নিউজ ★ দুবাই : আইসিসি ওয়ার্ল্ডকাপ ২০২৩ -এর লোগো ‘নাভরাসা’। গতকাল আসন্ন আইসিসি ওয়ার্ল্ডকাপের লোগো প্রকাশ করল আইসিসি। ৬ মাস আগেই লোগো প্রকাশ করল আইসিসি। এবারের লোগোর নাম নাভরেসা। যার বাংলা মানে : বিস্ময়, গৌরব, গর্ব, সাহসিকতা, যন্ত্রণা, শক্তি, সম্মান। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা’র কথায়, ঘরের মাঠে বিশ্বকাপ খেলা অনেকের স্বপ্ন থাকে। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। ছয় মাস বাকি রাখতেই রীতিমত উত্তেজনা তৈরি হতে শুরু হয়েছে। উল্লেখ্য যে, ৪৬ দিন যাবৎ চলবে বিশ্বকাপ। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল হওয়ার সম্ভবনা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read