Sasraya News

I.N.D.I.A. Meeting : ‘আমি ভারতের ৫০ শতাংশ মহিলা জনসংখ্যা এবং ৯ শতাংশ উপজাতি সম্প্রদায়ের কণ্ঠস্বর…’: কল্পনা সোরেন

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : রবিবার আইএনডিআইএ (I.N.D.I.A.) জোটের মেগা সমাবেশ হল রামলীলা ময়দানে। সেই সমাবেশ সম্পর্কে কংগ্রেস নেতা জয়রাম রমেশ আগেই জানিয়েছিলেন, ‘রামলীলা ময়দানে যে সমাবেশ হচ্ছে তা কোনও ব্যক্তিকে বাঁচানোর জন্য নয়। গণতন্ত্র বাঁচানোর জন্য করা হচ্ছে। অন্যদিকে রবিবার সেই মেগা সমাবেশ মঞ্চ থেকে কল্পনা সোরেন বলেন, ‘আমি ভারতের ৫০ শতাংশ মহিলা জনসংখ্যা এবং ৯ শতাংশ উপজাতি সম্প্রদায়ের কণ্ঠস্বর হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।’ হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন আরও বলেন, আজ এই ঐতিহাসিক মাঠের এই সমাবেশ সাক্ষ্য দিচ্ছে যে আপনারা দেশের প্রতিটি প্রান্ত থেকে এসেছেন। আমি এই সমাবেশ থেকে বিরসা মুণ্ডা সিধু কানহু সহ সব নেতাদের স্মরণ করছি। -ফাইল চিত্র  

আরও পড়ুন : Jalpaiguri Storm : তড়িঘড়ি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read