Sasraya News

Humayun Kabir | তামান্নার বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা, শোকজ় হুমায়ুন কবীরকে

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : নিজের দলকে কিছু না জানিয়ে নদিয়ার কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের (Tamanna Khatun) বাড়িতে গিয়ে অর্থসাহায্য করতে চাওয়ায় প্রবল বিতর্কে জড়ালেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir)। ঘটনার জেরে তাঁকে কারণ দর্শানোর নোটিস ধরাল তৃণমূল কংগ্রেস। ৭২ ঘণ্টার মধ্যে ওই চিঠির জবাব দিতে বলা হয়েছে তাঁকে।বৃহস্পতিবার রাজ্য তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar) জানান, “দলকে না জানিয়েই তিনি নিহত কিশোরীর বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেছেন, যা দল কোনও ভাবেই সমর্থন করে না। কেন তিনি এমন কাজ করলেন, সেটাই জানতে চাওয়া হয়েছে।” তিনি স্পষ্ট করেন, এটি দলের সংগঠনের পক্ষ থেকে জারি করা শোকজ়।

সূত্রের খবর, বুধবার কালীগঞ্জের ঘটনাস্থলে যান হুমায়ুন কবীর। কথা বলেন তামান্নার পরিবারের সঙ্গে। অভিযোগ, ২৩ জুন কালীগঞ্জে ভোটগণনার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই বিস্ফোরণেই প্রাণ যায় ১০ বছরের তামান্নার। তার মা সাবিনা বিবি (Sabina Bibi) জানান, “আমরা সিপিএম করি বলেই আমাদের টার্গেট করা হয়েছে। এই মৃত্যু প্রতিহিংসার ফল।” হুমায়ুনের উপস্থিতির সময়, সাবিনার সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন। অভিযোগ, একটি খামে টাকা তুলে দিতে চান তিনি। তখনই ক্ষোভে ফেটে পড়েন তামান্নার মা। চিৎকার করে বলে ওঠেন, “না, না, না! আমাদের টাকা দরকার নেই। আমাদের বাড়ি আছে, জমি আছে। আমি শুধু আমার মেয়ের হত্যার বিচার চাই। টাকা দেওয়ার লোক নেই আমাদের বাড়িতে।”
ঘটনার পর থেকেই বিতর্ক ছড়িয়ে পড়ে রাজনীতির অন্দরমহলে। দলের কোনও উচ্চপদস্থ নেতাকে না জানিয়ে, একা উদ্যোগে নদিয়ায় গিয়ে একটি স্পর্শকাতর মামলায় এমন পদক্ষেপ করাকে ভালো চোখে দেখেনি তৃণমূল নেতৃত্ব। বিধায়ক হয়েও দলীয় শৃঙ্খলা ভেঙেছেন বলে মনে করছে রাজ্য তৃণমূল। এই বিষয়ে হুমায়ুন কবীর সংবাদমাধ্যমে বলেন, “আমি এখনও পর্যন্ত কোনও চিঠি পাইনি। সংবাদমাধ্যম আর কিছু মানুষের মুখ থেকেই শুনেছি এই খবর।” পাশাপাশি তিনি দাবি করেন, “আমি ব্যক্তিগতভাবে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। সেই সংস্থার তরফেই আমি গিয়েছিলাম। দলের কোনও ভূমিকা ছিল না। দল জানত না।” এতটা গুরুতর রাজনৈতিক ঘটনার পর, তাঁর একক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। তামান্নার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই অস্বস্তিতে রয়েছে শাসকদল। তার মধ্যেই হুমায়ুনের ‘নিজস্ব উদ্যোগে’ এই পদক্ষেপে দলের ভাবমূর্তিতে আঁচ পড়ার আশঙ্কা করছেন নেতৃত্ব। তাই দ্রুত কঠোর বার্তা দিয়ে দলীয় শৃঙ্খলা রক্ষায় তৎপর হয়েছে তৃণমূল।

তৃণমূল পরিষদীয় দলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) জানান, “এটি পরিষদীয় দল নয়, সংগঠনের তরফে জারি করা শোকজ়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল এ ধরনের আচরণকে বরদাস্ত করবে না।” এখন হুমায়ুনের জবাবের দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Tammana Khatun Incident | বোমার শিকার শিশুর বাড়িতে ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক, হুমায়ুন কবিরকে ফিরিয়ে দিলেন তামান্নার পরিবার

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read