Sasraya News

Thursday, June 19, 2025

HS Examination 2023 : উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিলেন ক্যাব চালক

Listen

উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিলেন ক্যাব চালক

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভীষণ যানজটে বন্ধ পরীক্ষা কেন্দ্র পৌঁছতে পারছিলেন না একজন  পরীক্ষার্থী। মা ব্রীজের জ্যামে দুশ্চিন্তার মেঘ জমে ওঠে মনে। হাওড়া শিবপুরের ওই ছাত্র সল্টলেক-এর হরিয়ানা বিদ্যালয়ে যাচ্ছিলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অনিকেত চ্যাটার্জী। পাশেই হেঁটে যাচ্চিলেন তাঁর বাবা, সন্দীপ চ্যাটার্জী। বাবার হাত ধরে চোখের জল ফেলছিলেন অনিকেত। সেটা চোখে পড়ে নির্মল দত্ত নামে এক ব্যক্তির। তিনি পেশায় একজন ক্যাব চালক। বিনা পারিশ্রমিকে নির্মল দত্ত নামে ওই ক্যাব চালক পরিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। তিনি বলেন, জ্যামে ফেঁসে গিয়েছিল ছেলেটি। বাবার কাছে নীরবে কাঁদছেন বাবার হাত ধরে। আমি জানতে চেও করি, কী হয়েছে? ছেলেটি বলেন, ১০ টায় পরীক্ষা। এখন ৯ টা বাজছে। এত জ্যাম! আমি ওই পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রে পৌঁছে দিই।’ নির্মল দত্ত-এর  এই মনস্কতাকে অভিনন্দন জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য যুব সংগঠন, ডিওয়াইএফআই রাজ্য কমিটি।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment