



মিলন দত্ত ★ সাশ্রয় নিউজ, মুম্বই: হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং সুজ়ান খান (Sussanne Khan)-এর বিবাহ বিচ্ছেদের (Separation) কাহিনী বলিউডে বহু আলোচনার জন্ম দিয়েছিল। প্রায় এক যুগেরও বেশি সময় সংসার করার পর কেন আলাদা হয়ে গেলেন এই স্বপ্নের জুটি, সেই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন তাঁদের অনুরাগীরা। তবে সকলের ধারণা ছিল, অভিনেতা হৃত্বিকই বুঝি এই সম্পর্ক শেষ করতে চেয়েছিলেন। কিন্তু বাস্তব ছবিটা সম্পূর্ণ উল্টো।

প্রসঙ্গত, ‘কহো না পেয়ার হ্যায়’ (Kaho Naa Pyaar Hai) মুক্তির পর পরই প্রেমিকা সুজ়ানকে বিয়ে করেন হৃত্বিক। ২০০০ সালে যখন তাঁরা গাঁটছড়া বাঁধেন, তখন সদ্য তারকা খ্যাতি পাওয়া হৃত্বিক বলিউডের বহু নারীর স্বপ্নের পুরুষ। প্রথম ছবিতেই রাতারাতি সুপারস্টার হয়ে ওঠা হৃত্বিকের (Hrithik Roshan) বিয়ের খবরে মন ভেঙেছিল অজস্র অনুরাগীর। তবু তাঁদের জুটির রসায়ন ছিল চোখে পড়ার মতো। প্রায় ১৩ বছর পাশাপাশি পথ চলেছেন তাঁরা। কিন্তু ২০১৩ সালে ওঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই অবাক হয়ে যায় সকলে। তবে ওঁদের বিয়েটা ভাঙল কেন? সেই নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। প্রথমে শোনা যায়, দু’জনের মধ্যেই নাকি বোঝাপড়া ছিল, তিক্ততার কোনও স্থানই ছিল না। তাঁদের ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, শান্তিপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত ওঁরা নিয়েছিলেন। তবে বিচ্ছেদের আসল কারণ নিয়ে সুজ়ান নিজেই মুখ খোলেন ২০১৬ সালে। বিচ্ছেদের তিন বছর পর একটি সাক্ষাৎকারে তিনি জানান, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা ছিল একান্তই তাঁর নিজের। সুজ়ান (Sussanne Khan) বলেছিলেন, “আমি ও হৃত্বিক এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে মনে হয়েছিল এই সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না। তাই আমিই প্রথম ডিভোর্সের প্রস্তাব দিয়েছিলাম। মিথ্যা সম্পর্কে থাকার চেয়ে, সেই সম্পর্ক থেকে সম্মানের সঙ্গে বেরিয়ে আসা অনেক বেশি গৌরবের।”

এপ্রসঙ্গে বলিউডের অন্দরে অন্য গল্পও চাউর হয়েছিল। সেই সময় নানা মহলে গুঞ্জন ওঠে, হৃত্বিকের কারণে নাকি বাধ্য হয়েছিলেন সুজ়ান এই চরম সিদ্ধান্ত নিতে। শোনা যায়, বিবাহিত থাকার পরও নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন হৃত্বিক। যদিও এই অভিযোগকে কখনওই গুরুত্ব দেননি অভিনেতা। সংবাদমাধ্যমের সামনে হৃত্বিক (Hrithik Roshan) স্পষ্টভাবে বলেছিলেন, “যাঁরা এ ধরনের কথা বলছেন, তাঁদের মুখের উপর হাসতে চাই। কোনও বিয়ে ভেঙে যাওয়া মানেই পরকীয়া নয়। আরও অনেক কারণেই বিয়ে ভেঙে যেতে পারে।” তবে এই ঘটনায় অনুরাগীরা যেমন হতাশ হয়েছিলেন, তেমনই তাঁদের মধ্যে অনেকেই প্রশংসা করেছিলেন হৃত্বিক-সুজ়ানের পরিণত ব্যবহার দেখে। বিচ্ছেদের পরও সন্তানদের জন্য সুসম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। একাধিকবার তাঁদের একসঙ্গে ছেলেদের জন্মদিন কিংবা পরিবারের অনুষ্ঠানে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পরস্পরের ছবি ও শুভেচ্ছা পোস্টও করেছেন নির্দ্বিধায়। এখনও তাঁদের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে উদাহরণ হয়ে থাকে। তিক্ততা দূরে রেখে কীভাবে দুই মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যেতে পারে, তার বাস্তব প্রমাণ হয়েছেন হৃত্বিক (Hrithik Roshan) ও সুজ়ান (Sussanne Khan)। তাঁদের এই জীবনদর্শন থেকেই স্পষ্ট, সম্পর্ক ভেঙে গেলেও যদি সম্মান ও ভালবাসা থেকে যায়, তা হলে একে অপরকে মানুষের মতো করে পাশে দাঁড়ানো সম্ভব। আর এখানেই হয়ত আলাদা হয়ে গিয়েও ওঁরা সকলের হৃদয়ে ভালবাসার জায়গা করে নিয়েছেন।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rashmika Mandanda | Star Life : তিনটে ৫০০ কোটির ছবি, পাঁচ শহরে বাড়ি, গ্যারাজে লাক্সারি গাড়ি, ৩০-র আগেই সম্পত্তিতে রেকর্ড গড়লেন রশ্মিকা
