



হাওড়ায় পথদুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক
সাশ্রয় নিউজ ★ হাওড়া : হাওড়ায় পথদুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক। শুক্রবার হাওড়ার ডোমজুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনার প্রাণ হারান একজন যুবক। ডোমজুড় থানা সূত্রে খবর, মৃত যুবকের নাম প্রীতম মণ্ডল। তিনি একটি বেসরকারি খাদ্য সরবরাহকারী সংস্থায় কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, বাইকে করে যাচ্ছিলেন যুবক। উল্টো দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারে তাঁকে। ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা প্রীতমকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের ভেতরেই মৃত্যু হয় তাঁর। পথদুর্ঘটনার তদন্ত করছেন পুলিশ।
