



সাশ্রয় নিউজ ★ কলকাতা : রূপনারায়ণে নৌকাডুবির (Boad Capaszed) ঘটনা মনে করাল গুজরাটের সেই মর্মান্তিক ঘটনা। সম্প্রতি ভডোদরায় নৌকাডুবিতে ১৬ জনের সলিলসমাধি হয়। তাঁদের ভেতর ২ জন শিক্ষক ও ১৪ জন শিক্ষক। হার্নি লেকে বোর্টিং করতে গিয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছিল। সেখানেও নৌকাটিতে ওজন বহনের ক্ষমতার থেকে ওজন অনেক বেশি ছিল বলে অভিযোগ ওঠে। একই অভিযোগ, রূপনারায়ণে নৌকাডুবির ঘটনাতেও কেউ কেউ তুলছেন। -প্রতীকী ছবি
আরও পড়ুন :
Howrah Boat Capsized : রূপনারায়ণের নৌকা ডুবি<
