Sasraya News

Wednesday, April 23, 2025

Howrah : স্কুলে চুরি

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ হাওড়া : হাওড়া (Howrah) জেলার উত্তর মোড়ি পালপাড়ার একটি স্কুলে চুরির ঘটনা ঘটে বলে উল্লেখ। সূত্রের খবর যে, কেশবচন্দ্র বুনিয়াদি বিদ্যালয় নামে একটি স্কুল থেকে স্কুলের শিক্ষার্থীদের রান্নার সরঞ্জম চুরি যায়। বুধবার চোরেরা স্কুলটির জানলা ভেঙে ভেতরে ঢোকে বলে উল্লেখ। স্থানীয় সূত্রে খবর, এর আগেও ওই স্কুলে চুরির ঘটনা ঘটে। স্কুলের সিসিটিভি ফুটেজ দেখে চোরেদের খোঁজার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় পঞ্চায়েত সদস্য আশিফ খাঁ-এর কথায়, ‘এনিয়ে বেশ ক’য়েকবার এই একই স্কুলে চুরি হয়।’

আরও পড়ুন : Monami Ghosh : মৃণাল সেনের স্ত্রী’র ভূমিকায় মনামী ঘোষ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment