Sasraya News

Wednesday, April 23, 2025

Howrah : তিনটি স্কুলকে শো-কজ নোটিশ

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ হাওড়া : আরজি কর কাণ্ডে প্রতিবাদে অংশ নেওয়ার কারণে শো-কজ নোটিশ রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতরের। আরজি কর কাণ্ডে মিছিল করে প্রতিবাদ জনায় হাওড়ার (Howrah) তিনটি স্কুল। বলুহাটি গার্লস হাই স্কুল, বলুহাটি হাই স্কুল ও ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়য়ের প্রধান শিক্ষকদের জেলা বিদ্যালয় পরিদর্শক শোকজ নোটিশ পাঠায় বলে উল্লেখ। তিনটি স্কুলের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিলে অংশ নেয় বলে উল্লেখ। তাঁদের ২৪ ঘন্টার মধ্যে শো-কজের উত্তর দিতে বলা হয় বলে সূত্রের খবর। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ঘটনায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র কটাক্ষ। শুভেন্দু বাবুর কথায়, ‘মুখ্যমন্ত্রী ছাত্রদের শক্তিকে ভয় পেয়েছেন। তাই ছাত্রদের আন্দোলনে যোগদানের অধিকার হরণ করার চেষ্টা করছেন তিনি।’ বলুহাটি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অংকুরকুমার সাহা এবিষয়ে জানান, ‘মিছিলের সঙ্গে স্কুলের কোনও যোগাযোগ নেই। মিছিলের আয়োজন করেছিলেন ক’য়েকজন প্রাক্তন ছাত্র। স্কুল ছুটির পর মিছিল হয়েছিল। তার পর ছাত্ররা সেই মিছিলে যোগদান করে থাকলে তার দায় স্কুলের ওপর বর্তায় না। স্কুলের কোনও শিক্ষক মিছিলে ছিলেন না।’

ছবি : সংগৃহীত 

আরও খবর : Lightning Strike : নিম্নচাপের বৃষ্টি বাঁকুড়াতে, বজ্রপাতে হত ২

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment