



সাশ্রয় নিউজ ডেস্ক ★ হাওড়া : পাড়াতের হাতছানিতেই নাকি তিনি পাহাড়ে ছুটতেন। এবারও তেমনি গিয়েছিলেন। গন্তব্য ছিল, কাঞ্চনজঙ্ঘা। ১৭ মে মোট ১১ জন সদস্যের ট্রেকিং দলে ছিলেন হাওড়ার (Howrah) বালির দেবব্রত কর (৪১)। সূত্রের খবর, কাঞ্চনজঙ্ঘার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছন দেবব্রত বাবু ও তাঁর সঙ্গীরা। এর পরেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁর সঙ্গীরা চিকিৎসার জন্য নামিয়ে নিয়ে আসেন সমতলে। কিন্তু প্রাণ হারান তিনি। পরিবার সূত্রে খবর, শেষ বার দেবব্রত বাবু বাড়িতে ভিডিও কলে কথা বলেন ১৯ মে। তারপর তিনি ট্রেকিংয়ের জন্য ফোন বন্ধ করে রাখেন। উল্লেখ্য যে, ঘটনার খবর পেয়ে শোকের আবহ ঘণিভূত বালির সমবায় পল্লীতে। জানা যায়, মৃত দেবব্রত করই পরিবারের আর্থিক হাল ধরে ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে স্তম্ভিত তাঁর মা স্ত্রী সহ পুত্র-কন্যা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Loksabha Election 2024 : পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কড়চা-২
