Sasraya News

Thursday, June 19, 2025

Houseful 5 movie review | হাউসফুল ৫ যেন কমেডির নামে ধোঁকা : গল্পহীন কিম্ভুত কাণ্ডকারখানা

Listen

পরিধি চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ : বলিউডে কমেডি সিরিজের মধ্যে সবচেয়ে ব্যবসাসফল ‘হাউসফুল’ (Houseful) ফ্র্যাঞ্চাইজি তার পঞ্চম কিস্তি নিয়ে ফিরেছে নতুন চমক নিয়ে। ছবিটির পরিচালক তরুণ মনসুখানি (Tarun Mansukhani) ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) মিলিতভাবে এক নতুন ধরনের সিনেম্যাটিক এক্সপেরিমেন্ট করেছেন। এখানে দেখা যায়, কিছুটা থ্রিলারের আবরণে মোড়ানো হাস্যরসাত্মক প্রহসন। তবে সেই পরীক্ষামূলক প্রয়াস কতটা সফল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ সিনেমার দুই ভার্সন ‘এ’ ও ‘বি’-এর ধারণা যতটা অভিনব মনে হতে পারে, পর্দায় তার বাস্তবায়ন ততটাই দুর্বল ও বিরক্তিকর।

হাউস ফুল ৫ ছবির অভিনেতা-অভিনেত্রীরা। ছবি : সংগৃহীত

প্রথমেই বলা যাক, এই দুই ভার্সনের মূল ফর্মুলা। গল্প একই। চরিত্র একই। কিন্তু খুনি আলাদা! ট্রেলারে স্পষ্ট হয়ে গিয়েছিল এক গুরুত্বপূর্ণ চরিত্রের খুন হওয়ার ঘটনা। আর সন্দেহভাজন হিসেবে তালিকায় ছয়জন। প্রশ্ন একটাই, খুনি কে? উত্তর পেতে হলে দর্শককে দেখতে হবে দুটি পৃথক ভার্সন। কারণ, একেক ভার্সনে আসল অপরাধী হিসেবে একেক জনকে দেখানো হয়েছে। এটা একদিকে যেমন কৌতূহল তৈরি করে, অন্যদিকে তেমনই ‘বাণিজ্যিক ফাঁদ’ বলেও প্রতিভাত হয়। আবার ‘বি’ ভার্সন দেখে বলা যায়, সম্পূর্ণ ছবি জুড়ে এক রকম কাহিনির জগাখিচুড়ি পরিবেশন করা হয়েছে। তাতে দ্বিতীয় ভার্সন দেখার মতো ধৈর্য ও আগ্রহ সাধারণ দর্শকের মধ্যে জাগবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। গল্পের শুরুতে বিলিয়নিয়ার রঞ্জিত ডোবরিয়াল (Ranjeet Dobriyal) একশো বছরে পা দেওয়ার উপলক্ষ্যে এক বিশাল প্রোমোদতরীতে বন্ধু-পরিজনদের আমন্ত্রণ জানান তাঁর উইল প্রকাশ করার জন্য। সম্পত্তির উত্তরাধিকারী নির্ধারণ করতে গিয়ে দেখা যায় উপস্থিত তিনজনের নামই ‘জলি’। কে আসল জলি? আর সেই প্রশ্নের উত্তর বের করতে গিয়েই শুরু হয় কেলেঙ্কারি!একজনের মৃত্যুর পর, হঠাৎ একে একে হাজির হয় আরও তিনজন ‘জলি’, সঙ্গে তাঁদের বান্ধবীরা। মঞ্চে উঠে আসে বিভ্রান্তিকর চরিত্রদের বাহার। লন্ডন থেকে আগত দুই সাসপেন্ডেড পুলিশ অফিসার, জ্যাকি শ্রফ (Jackie Shroff) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সঙ্গে সাধুবাবার বেশে নানা পাটেকার (Nana Patekar)। পুরো ফ্রেম যেন রঙ্গমঞ্চে রূপ নেয়। কৌতুক আর রহস্যের ভাঁজে আড়ালে থেকে যায় গল্পের দিশা।

Also read: Princess Diana and John Travolta : প্রিন্সেস ডায়ানা ও জন ট্রাভোল্টার নীরব একটি অধ্যায় : হোয়াইট হাউসের সেই রাত

ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar), অভিষেক বচ্চন (Abhishek Bachchan), রীতেশ দেশমুখ (Riteish Deshmukh), ফারদিন খান (Fardeen Khan), ডিনো মোরিয়া (Dino Morea), চাঙ্কি পান্ডে (Chunky Pandey), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh), নার্গিস ফকরি (Nargis Fakhri), সোনাম বাজওয়া (Sonam Bajwa), ববি দেওল (Bobby Deol), শ্রেয়াশ তালপড়ে (Shreyas Talpade)। এতজন তারকাকে একসঙ্গে পর্দায় দেখা গেলেও কেউ-ই নিজের চরিত্রে খুব একটা ছাপ ফেলতে পারেননি। ব্যতিক্রম অক্ষয় ও অভিষেক। এই দু’জন নিজের অভিনয়ে কিছুটা প্রাণ সঞ্চার করেছেন।তবে দুঃখজনক হল, ছবির অধিকাংশ সংলাপ ও ভঙ্গিমায় যৌন ইঙ্গিত এমনভাবে পরিবেশন করা হয়েছে যে, দর্শক হাসতে না পেরে মুখ লুকোতে বাধ্য হবেন। মহিলাদের শরীরকাঠামোর উপর অতিরিক্ত ক্যামেরার ফোকাস ও যৌনতাময় অভিব্যক্তি ক্রমাগত বিরক্তি সৃষ্টি করে। মনে হয়, হাস্যরস নয়, কিন্তু অশালীনতার দিকেই পরিচালকের বেশি ঝোঁক।আবার, সিনেমার স্ক্রিপ্ট এমনই এলোমেলো যে, মুহূর্তে মুহূর্তে দর্শক পথ হারিয়ে ফেলেন। হাসির দৃশ্য বলতে যা দেখানো হয়েছে, তা বেশিরভাগ সময়েই কার্যকারণহীন। অতিনাটকীয়। মাঝেমধ্যে এমন দৃশ্যও আসে, যা না জেনে হাসির বদলে শুধুই অস্বস্তির উদ্রেক করে। এমনকী ছবির গানের দৃশ্যগুলোতেও কোনও মৌলিকতার মেজাজ নেই।

সব মিলিয়ে ‘হাউসফুল ৫’ এমন এক সিনেমা, যা ভরপুর তারকার সমাগম, বিপুল বাজেট ও উদ্ভট আইডিয়ার জাঁকজমক নিয়েও দর্শককে বিনোদিত করতে ব্যর্থ। যাঁরা আশা করেছিলেন পুরনো হাউসফুলের মতো প্রাণবন্ত কৌতুক ও নিখাদ কমেডি পাবেন, তাঁদের জন্য এই ছবি নিঃসন্দেহে বড় ধাক্কা।সবশেষে এটি বলা যায়, পরিচালক ও প্রযোজকের ব্যবসায়িক ঝুঁকির সাহস প্রশংসার যোগ্য হলেও, চিত্রনাট্যের দুর্বলতা ও হাসির নামে অশ্লীলতার প্রদর্শন ‘হাউসফুল ৫’ কে করে তুলেছে ফাঁপা বেলুনের মতো। যদি এটাই ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির শেষ হয়, তবে তাতে আপত্তির কিছু নেই।কারণ মঞ্চ ছেড়ে যাওয়ার সময়টা নিখুঁতভাবেই বুঝে নেওয়া দরকার।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Paid Hugging in China : অর্থের বিনিময়ে পাঁচ মিনিটের আলিঙ্গন জনপ্রিয় হয়ে উঠেছে চিনে 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment