Sasraya News

Thursday, June 19, 2025

History of Indian test cricket : ভারতে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ ও একটি গৌরবময় ইতিহাস ফিরে দেখা

Listen

বিনীত শর্মা ★ সাশ্রয় নিউজ : ভারতে টেস্ট ক্রিকেটের সূচনা হয়েছিল ১৯৩২ সালে। একটি ইতিহাস (History of Indian test cricket)। ১৯৩২ সালের ২৫ জুন, ইংল্যান্ডের (England) লর্ডস (Lord’s)-এ ভারত (India) প্রথম টেস্ট ম্যাচ খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচের মাধ্যমে ভারত ক্রিকেটবিশ্বের দশম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা ভারতীয় উপমহাদেশের ক্রিকেটারদের জন্য এটি ছিল গর্বের। সেই প্রথম টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন সি কে নাইডু (C K Nayudu)। তাঁর নেতৃত্বেই ভারতের প্রথম টেস্ট দল মাঠে নামে। ওই দলে আরও যাঁরা ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য : সোরাবশাহ (Sorabji Colah), লালা আমরনাথ (Lala Amarnath), উইকেটকিপার জানারদান নবলে (Janardan Navle), বাওয়ালাল মেহতা (Baqa Jilani), আমর সিং (Amar Singh), মোহাম্মদ নিসার (Mohammad Nissar), দিলাওয়ার হুসেন (Dilawar Hussain), সৈয়দ মুশতাক আলি (Syed Mushtaq Ali) ও নওশের মেহতা (Nausher Mehta)। যদিও সেই প্রথম টেস্ট ম্যাচ ভারত হেরে যায়। তবুও ভারতীয় দলের কাছে নিঃসন্দেহে এটি ছিল একটি ঐতিহাসিক যাত্রার শুরু।

সি কে নাইড়ু। প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক। ছবি : সংগৃহীত

ভারত ও ইংল্যান্ডের ওই ম্যাচটি ছিল তিন দিনের। পাশাপাশি বৃষ্টির জন্য খেলার সময় অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল বলে জানা যায়। ওই টেস্ট ম্যাচে ইংল্যান্ড প্রথম ইনিংসে রানকরে ২৫৯। ভারতের দুই পেসার মোহাম্মদ নিসার ও অমর সিং অসাধারণ বোলিং করেন। নিসার তুলে নিয়েছিলেন পাঁচটি উইকেট। ভারত প্রথম ইনিংসে করেছিল ১৮৯ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করে ২৭৫ রান, আর ভারত অলআউট হয়ে যায় মাত্র ১৮৭ রানে। কিন্তু ফলাফলের থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচে ভারতীয়দের সাহস ও প্রতিভার প্রদর্শন, তখনকার ইংরেজ মিডিয়াতেও প্রশংসা কুড়োয়।

উল্লেখ্য যে, তৎকালীন সময়ে ক্রিকেট ছিল অভিজাতদের খেলা। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের মাঠে ভারতের ক্রিকেটারদের ওই পারফরম্যান্স ছিল ঔপনিবেশিক শাসনের প্রেক্ষিতে একটি মনস্তাত্ত্বিক প্রতিরোধের চিহ্নও। সি কে নাইডু (C K Nayudu) নিজে ছিলেন অসম্ভব প্রতিভাবান। দুর্দান্ত ব্যাটসম্যান ও ক্যাপ্টেন হিসেবে পরিচিত ছিলেন। তাঁর দাপুটে ব্যাটিং ভারতীয় ক্রিকেটের ভিত্তি স্থাপন করে দেয়। তখন সি কে নাইডু ইতিমধ্যেই একজন কিংবদন্তী হিসেবে খ্যাতি পেয়েছিলেন। বিশেষত তাঁর ১৫৩ রানের একটি ইনিংসের জন্য। তিনি ওই ম্যাচটি খেলেছিলেন ভিজিটিং এমসিসি (MCC) দলের বিরুদ্ধে, ১৯২৬ সালে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনে বড় ভূমিকা ছিল রয়ালটি ও অভিজাত শ্রেণির। বিশেষ করে কলকাতার (Kolkata) মহারাজা অফ পাটিয়ালা (Maharaja of Patiala), নাওয়াব অফ পতৌদি (Nawab of Pataudi), ও বিসিসিআই (BCCI)-র প্রতিষ্ঠাতা সদস্যদের অবদান ছিল স্মরণীয়। ১৯২৮ সালে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (Board of Control for Cricket in India) প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের প্রস্তুতি শুরু হয়। আইসিসি (ICC)-তে ভারতকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়। যার ফলে ১৯৩২ সালে টেস্ট অভিষেক সম্ভব হয়। ওই প্রথম টেস্ট ম্যাচ শুধু খেলাধুলার অধ্যায়ই নয়। ওটি ছিল ভারতের আত্মপরিচয়ের ইতিহাসে একটি গৌরবময় পৃষ্ঠা। এর পরের ইতিহাস ভারতীয় ক্রিকেটের ধারাবাহিক সংগ্রাম, উন্নতি ও জয়যাত্রার কাহিনি। প্রথম টেস্ট থেকে আজকের বিশ্বচ্যাম্পিয়ন ভারত, এই যাত্রা শুরু হয়েছিল লর্ডসের সাদা পোশাকে, সাদা বল হাতে, আর এক ঝাঁক দেশপ্রেমিক ক্রিকেটারের নির্ভীক পদচারণায়।এই গৌরবময় অধ্যায়ের শুরুটিই ছিল ১৯৩২ সালের সেই জুনের দিন। যখন ভারত প্রথমবার মাঠে নেমে প্রমাণ করেছিল, শুধু ব্যাট-বলের লড়াইয়ে নয়, ইতিহাস গড়ার মঞ্চেও ভারত প্রস্তুত।

ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Shubman Gill : ভারতীয় ক্রিকেটে শুরু শুভমনযুগ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment