



হিমাচলে কংগ্রেসের ভোট প্রচারেরমুখ প্রিয়াঙ্কা
সাশ্রয় নিউজ : হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যাবে সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কাকে। এর আগে উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে সামনে রেখে নির্বাচনের প্রচারে নেমেছিল কংগ্রেস। সম্প্রতি হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দামামা বেজেছে। বর্তমানে হিমাচল প্রদেশে ক্ষমতায় আছে বিজেপি। কিন্তু সেখানে কংগ্রেস দলের অবস্থান অত্যন্ত শক্ত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সূত্রের খবর, নির্বাচনী প্রচারে প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা যাবে জাতীয় কংগ্রেসের নবনির্বাচিত প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধিকেও। হিমাচল প্রদেশে নির্দিষ্ট কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই নির্বাচনে লড়বে কংগ্রেস।
