



সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঢাকা : প্রয়াত হয়েছেন বিশিষ্ট কবি হেলাল হাফিজ (Helal Hafiz)। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মস্তিষ্কে রক্তক্ষরণজনীত কারণে সম্ভাবত তিনি প্রয়াত হন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, ঢাকার শাহবাগে সুপার হস্টেলে বাথরুমের দরজা ভেঙে কবির দেহ উদ্ধার হয়। হস্টেলের আবাসিকরা দরজা ভেঙে দেখেন কবি পড়ে আছেন বাথরুমে। তাঁর মাথায় আঘাত পরিলক্ষিত হয় বলে উল্লেখ। সূত্রের আরও খবর, কবি হেলাল হাফিজ স্নায়ুর রোগ, গ্লুকোমা, কিডনি সমস্যা, ডায়াবেটিস প্রভৃতি রোগে আক্রান্ত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে কবি হেলাল হাফিজ কবিতার জন্য প্রভূত জনপ্রিয়তা অর্জন করেন। ‘যে জলে আগুন জ্বলে’ কবির প্রথম কবিতার বই। ওই বইটিই পুনঃ মুদ্রণ হয় ৩৩ বার। ‘একাত্তর’ নামে দ্বিতীয় কবিতার বই প্রকাশিত হয় ২০১২ সালে। প্রথম বই প্রকাশ থেকে দ্বিতীয় বই প্রকাশের মাঝে প্রায় ২৬ বছরের ব্যবধান ছিল। ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। কবি কবিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেও সাংবাদিকতা করেছেন একাধিক সংবাদপত্রে। ৭ অক্টোবর ১৯৪৮ সালে বাংলাদেশের নেত্রকোণায় জন্ম হয় কবি হেলাল হাফিজের। সূত্রের খবর, আগামীকাল শনিবার নেত্রকোণায় কবির গ্রামের বাড়িতেই জানাজার নামাজ ও অন্তিমক্রীড়া সম্পন্ন হবে।
