



সূর্য মিত্র ★ স্পোর্টস ডেস্ক, সাশ্রয় নিউজ : মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। তিনি মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।
উল্লেখ্য যে, ২০১৮ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্লাসেনের। এরপর পাঁচ বছরের কেরিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৪০টি ওয়ানডে, ৩৫টি টি-২০ এবং একটি টেস্ট ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান প্রায় ২০০০-এর কাছাকাছি, যার মধ্যে রয়েছে একাধিক ইনিংসে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স। তিনি বিশেষভাবে খ্যাত ছিলেন স্পিন বোলিংয়ের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। ইনস্টাগ্রামে ক্লাসেন লেখেন, ‘আজকের দিনটা আমার জন্য অত্যন্ত দুঃখের। দীর্ঘদিন ধরে আমি ভাবছিলাম পরিবারের ভবিষ্যতকে প্রাধান্য দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? তাই আজকের সিদ্ধান্তটা কঠিন ছিল। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে আমি খুশিও। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার থেকে গর্বের আর কিছু হয় না। তরুণ বয়স থেকে আমি এর জন্যই পরিশ্রম করেছি ও স্বপ্ন দেখেছি।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্লাসেন এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন বলে জানা গিয়েছে। আইপিএল-এ (IPL)-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবং দক্ষিণ আফ্রিকার SA20 লিগে ডারবানস সুপারজায়ান্টসের হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে বারবার। প্রোটিয়া ক্রিকেট বোর্ড তাঁর অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছে। বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “হেনরিখ ক্লাসেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে যে অবদান দিয়েছেন, তা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য আমরা শুভকামনা জানাই।”
আরও পড়ুন : Centre of Excellence for Khadi Showcased Sustainability AND Innovation at Bharat Tex 2025
অবসরের পর ক্লাসেন কোচিং বা মেন্টরিংয়ে আসবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানাননি। তবে তাঁর আন্তর্জাতিক বিদায় প্রোটিয়া দলের জন্য একটি বড় শূন্যতা তৈরি করল, বিশেষ করে মিডল অর্ডারে তাঁর স্টেডি ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের ভূমিকা বিবেচনায় রাখলে। আন্তর্জাতিক ক্রিকেট বিশ্ব থেকে তাঁর বিদায় এক যুগের অবসরকে বড় শূন্যতা বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা আরও মনে করছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কীভাবে ও কোন দিকে এগোয়, সেদিকে লক্ষ্য থাকবে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sourav Ganguly : সৌরভ গঙ্গোপাধ্যায়: এক লড়াকু অধিনায়কের কাহিনি
