Sasraya News

Saturday, February 15, 2025

Heeramandi : The Diamond Bazaar : নেটাগরিকদের ঠাণ্ডা জবাব শারমিনের

Listen

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : ‘হীরামাণ্ডি : দ্য ডায়মণ্ড বাজার ‘ (Heeramandi : The Diamond Bazaar) সিরিজ সামনে আসতেই নেটাগরিকদের কড়া সমালোচনার শিকার হন অভিনেত্রী শারমিন সেগাল (Sharmin Segal)।  অনেকে তাঁর অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন।

 

 

এমনকী তাঁর সম্পর্কে নেটাগরিকদের একটি অংশ বলতে থাকেন যে, তিনি অভিনয় জানেন না। পরিচালক সঞ্জয়লীলা বনশালী (Sanjay Leela Bhansali) শারমিনের মামা বলেই সুযোগ পান ‘হীরামাণ্ডি’ -তে। এবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে সমস্ত ট্রোলের ঠাণ্ডা জবাব দেন ‘হীরামাণ্ডি’-এর অভিনেত্রী শারমিন সেগাল।

 

শারমিনের কথায়, ‘বনশালি দেখেছিলেন, আমার মধ্যে অভিনয় শেখার ইচ্ছে রয়েছে। অভিনয়ের স্কুলে প্রশিক্ষণ শেষ হওয়ার পরে আমি মামাকে বলি কোনও একটা ছবির জন্য আমার অডিশন নিতে। তিনি তখন ‘মালাল’ ছবির পরিচালক মঙ্গেশের কাছে যেতে বলেন। তিনি মনে করেন, ‘মালাল’-এর জন্য আমিই ঠিক ছিলাম। আর তার পরই হীরামাণ্ডি। আমি কিন্তু অনেকগুলো অডিশন দিয়েছিলাম আলমজেবের চরিত্রে অভিনয় করার জন্য।’ শুধু তা-ই নয় শারমিন না-কি অভিনেত্রীও হতে চাননি এমনি জানান ওই সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘আসলে বরাবরই আমি ডাক্তার হতে চেয়েছিলাম। কলেজে পড়ার সময় নাটক করেছি। তখনও আমার অভিনয় দেখে লোকে হাসাহাসি করত। অভিনয় ব্যাপারটা ভালো লাগত, কিন্তু কখনও-ই সিরিয়াসলি নিইনি আমি।’ তবে যা-ই হোক, সঞ্জয় লীলা বনশালী-এর ‘হীরামাণ্ডি : দ্য ডায়মণ্ড বাজার’-এ শারমিনের আলমজেব চরিত্র বড় অংশের চলচ্চিত্র সমালোচকদের নজর কাড়ে বলেই বি-টাউনে গুঞ্জন।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Travelog : মুরুগুমা পাহাড়ের এক রাত্তির 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment