



সাশ্রয় নিউজ ডেস্ক ★ বসিরহাট : প্রয়াত হলেন হাজি নুরুল ইসলাম (৬১) (Hazi Nurul Islam)। বসিরহাটের সাংসদ ক্যান্সার আক্রান্ত ছিলেন। বুধবার দুপুরে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালি কাণ্ডে যখন উত্তপ্ত রাজ্য, সে-সময় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রেখা পাত্র, বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নিরাপদ সর্দারকে পরাজিত করে লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন। উল্লেখ্য যে, হাজি নুরুল ইসলাম এর প্রয়াণে শোকের ছায়া নামে জেলা তথা রাজ্যের রাজনৈতিক মহলে। শোকস্তব্ধ দলীয় কর্মীরা।
-ফাইল চিত্র
