Sasraya News

Tuesday, February 11, 2025

Hariana Election result: হরিয়ানায় ছলকে গেল কংগ্রেস 

Listen

হরিয়ানায় ছলকে গেল কংগ্রেস 

সাশ্রয় নিউজ : হরিয়ানা: হরিয়ানায় ছলকে গেল কংগ্রেস কারণ কি ? এর উত্তর কয়েকদিন পর দেবেন কংগ্রেস জোট তথা ইন্ডিয়া জোট। 

আসলেই এতো কম ব্যবধানের হার যে কিছুতেই সহ্য করতে পারছেন না কংগ্রেস উপর মহল। ভুল হয়েছে গণনায় এমনই অভিয়োগের খবর শোনা যায়। বলায় যায় মুখের গ্রাসঃ কেড়ে নিলো বিজেপি। ইলেকশন কমিশনকে প্রশ্নের মুখে দাঁড় কোরিয়ে কংগ্রেস সাংসদ কুমারী সেলজা বলেন “ইসি আই কী করছে তা পুরো দেশ ও বিশ্ব দেখছে।” তিনি নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে ফেলে বলেন,”কেন আপনারা সর্বশেষ প্রবণতা দেখাতে পারছেন না ? কিছু একটা চলছে।”

এই সব উক্তির কারণ হল হরিয়ানায় বিজেপি ৪৮ আসন পেয়েছে আর ইন্ডিয়া ৩৬ এতেই খাপ্পা হয়ে উঠেছেন তারা। সোজাসাফটা কংগ্রেসের ভাষায় জয় তাদেরই হত কিন্তু কোন গরমিল হয়েছে কারণ দর্শাতে গিয়ে খুঁজে পাই গণনার শুরুশুরতেই কংগ্রেসের বেশ বড় জয়ের আশা জেগেছিল কারণ তারা এগিয়ে ছিল প্রাথমিক পর্যায়ে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এবং ভোট গণনার রাউন্ডের পরিবর্তন হলেই তার সমস্যা বাড়ে বলেই সূত্রের খবর।

যদিও বিজেপির পক্ষ হতে কোন ভালো কি মন্দ কোন উত্তর ছিলনা এ বিষয়ে। জয়ের পর আনন্দে মেতেছেন বিজেপি । এই বারের জয় আসার ফলে বিজেপি এবার হ্যাটট্রিক হয়ে গেল হরিয়ানায়।

 

হরিয়ানার 2024 বিধানসভার নির্বাচনের ফলাফল এক নজরে।

HARYANA (90/90)

BJP – 48

CONG – 36

INLD – 03

JJP – 00

AAP – 00

OTH – 03

 

আরও পড়ুন:Jammu &Kashmir Election result: কাশ্মীরের আবহাওয়ায় ফের ওমর ! বিজেপির ৩৭০ অনুচ্ছেদ !

Election Result Live: কাশ্মীরে ইন্ডিয়া এগিয়ে 49 আসনে, হারিয়ানায় এগিয়ে গেল বিজেপি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment