Sasraya News

Tuesday, February 11, 2025

Hardik Pandya : ঘরের মাঠে হেরে CSK -এর দুই ক্রিকেটারকে দুষলেন হার্দিক

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হেরে কোণঠাসা মুম্বাই। রবিবার ওয়াংখেড়েতে চেন্নাইয়ের কাছে পরাজিত হয় হার্দিক পাণ্ডিয়া’র (Hardik Pandya) নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান’স। রবিবার হারের কারণ দর্শাতে গিয়ে হার্দিক একপ্রকার দুষলেন এমএস ধোনি (MS Dhoni) ও মাথিশা পাথিরানাকেই (Mathisha Pathirana)। হার্দি পাণ্ডিয়ার কথায়, “অনায়াসেই রান তাড়া করতে পারতাম। কিন্তু চেন্নাই খুব ভাল বল করেছে। পাথিরানা পার্থক্য গড়ে দিয়েছে। বুদ্ধি করে পরিকল্পনা কাজে লাগিয়েছে। লম্বা বাউন্ডারির ফায়দা তুলেছে। ওদের উইকেটের পিছনে এমন একটা মানুষ রয়েছে যে সব সময় বলে যায় কোনটা কাজে লাগছে, কোনটা লাগছে না।” প্রসঙ্গত রবিবার মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সেঞ্চুরি কাজে লাগেনি। বরং শেষ চার বলে এমএস ধোনির তিনটি ছয় ও ২ রান অর্থাৎ তাঁর ২০ রান খেলার গতি ভিন্ন মোড় দেয়। তেমনি চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার মাথিশা পাথিরানার দুরন্ত বোলিংয়ের সামনে ঝুঁকে পড়ে মুম্বাইয়ের ব্যাটাররা। মাথিশা পাথিরানা পান ৪ উইকেট। -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : Aliaa Bhatt Ranbir Kapoor Anniversary : দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে চমকে দিলেন আলিয়া

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment