



সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ ১৪ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentine’s Day 2024)। প্রেমের দিন। ভালোবাসার দিন। যদিও প্রেম ও ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনও দিন নেই। তবু এদিনের গুরুত্ব বিশ্ববাসীর কাছে অনন্য। সারা বিশ্বের মানুষ এই দিনটিকে প্রিয় মানুষটির সঙ্গে সাড়ম্বরে উদযাপন করছেন। বসন্তের বার্তার সঙ্গে নির্ভেজাল প্রেমের বার্তাও এই দিনটি। সারাবছর প্রেমিক-প্রেমিকারা এ দিনের জন্য বিশেষ অপেক্ষায় থাকেন। অন্যদিকে প্রিয় মানুষ দু’টি ভ্যালেন্টাইন্স ডে-কে একে-অপরের ভেতর বিশেষভাবে স্মরণীয় করতে নানান প্ল্যান করে থাকেন। তবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পরিচিত সরস্বতী পুজো। এ বছর ভ্যালেন্টাইন্স ডে ও বাঙালির সরস্বতী পুজো একই দিনে পড়েছে।-নিজস্ব চিত্র
আরও পড়ুন : Saraswati Puja 2024 : আজ সরস্বতী পুজো
