



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ইংরেজি বর্ষ বরণের আনন্দে মতল সারা দেশ। আরও একটি আক্ষরিক বছরের শেষ হল। বিশ্বের মানুষ স্বাগত (Happy New Year 2025) জানাচ্ছেন ইংরেজি নতুন বছর ২০২৫ কে।
একই সঙ্গে সকলে মিলে আনন্দোৎসবে সামিল হয়েছেন। যা কিছু ভাল তার তার আহ্বান জানিয়ে বিশ্ববাসী আবাহন করলেন ২০২৫ কে। তার সঙ্গে ইংরেজি নতুন বছরের কাছে মানুষের প্রার্থনা প্রত্যেকের ধৈর্য, সুখ, শান্তি, সমৃদ্ধি। সকলের জীবনে নতুন আলো ছড়িয়ে পড়ুক।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : 2024 : ফিরে দেখা ২০২৪
