



H3N2 ভাইরাসের জন্য ১০ দিন স্কুল বন্ধ পুদুচেরিতে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দৌরাত্ম আতঙ্ক ছড়িয়েছে পুদুচেরিতে। ওই আক্রান্তের দেশের প্রথম কর্ণাটক-এর হাসানে মৃত্যু হয় একজনের। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮২ বছরের একজন বৃদ্ধের। এখন পর্যন্ত দেশে মোট সাতজন H3N2 ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। পুদুচেরিতে ভাইরাস আতঙ্কে ১০ দিন স্কুল ছুটির কথা উল্লেখ।
