



H3N2 ভাইরাস আতঙ্ক অসমেও
সাশ্রয় নিউজ ★ গুয়াহাটি : এবার অসমেও H3N2 ভাইরাস আতঙ্ক। অসমে এক ব্যক্তির এই ভাইরাসে মৃত্যুর খবর। এর আগে এই ভাইরাসে মহারাষ্ট্র ও হরিয়ানায় এক ব্যক্তির প্রাণ হারানোর খবর আসে।
করোনার পরে দেশে একাধিক ভাইরাসের হানায় আতঙ্কে দেশবাসী। Adino Virus -এর দাপট চলছে বিভিন্ন রাজ্যে। কোথাও কোথাও করোনা আক্রান্তের খবরও মিলছে। হঠাৎ H3N2 ভাইরাস মানুষের মনে আতঙ্কের নতুন মাত্রা যোগ করে। সম্প্রতি মহারাষ্ট্রতে একজন মেডিক্যাল স্টুডেন্ট-এরও মৃত্যু হয় এই ভাইরাসের কবলে। নতুন ভাইরাসটি নতুন করে দেশের নাগরিকদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে মনে করছেন চিকিৎসকরাও।
