Sasraya News

GST return Changes 2025 : জুলাই থেকে জিএসটি-তে কড়াকড়ি, ৩ বছর পর ফাইল না করলে মিলবে না ইনপুট ট্যাক্স ক্রেডিট

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ২০২৫ সালের জুলাই মাস থেকে দেশে জিএসটি (GST) রিটার্ন ফাইলিং-এর নিয়মে আসছে বড়সড় পরিবর্তন। ব্যবসায়ী ও সংস্থাগুলোর জন্য এই পরিবর্তন একদিকে যেমন নিয়মানুবর্তিতা বাড়াবে, অন্যদিকে তেমনি অসাবধানতা বা অবহেলার খেসারত হতে পারে চড়া। বিশেষ করে ইনপুট ট্যাক্স ক্রেডিট (Input Tax Credit বা ITC) পেতে ইচ্ছুকদের জন্য এই নতুন নিয়ম হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কী সেই নিয়ম? সূত্রের খবর, নতুন নিয়ম অনুযায়ী, আগামী বছর জুলাই মাসের ট্যাক্স পিরিয়ড (যার রিটার্ন জমা পড়বে আগস্টে) থেকে জিএসটি রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের সময়সীমা বেঁধে দিচ্ছে জিএসটি নেটওয়ার্ক (GSTN)। অর্থাৎ, GSTR-1 (সাপ্লাই সংক্রান্ত), GSTR-3B (ট্যাক্স পেমেন্ট), GSTR-9 (বার্ষিক রিটার্ন) সহ সমস্ত ধরনের রিটার্ন ফাইলিং এখন থেকে তিন বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই সময়সীমা পেরিয়ে গেলে সংশ্লিষ্ট রিটার্ন আর জমা দেওয়া যাবে না।

জিএসটি নেটওয়ার্ক (GST Network) গত বছর অক্টোবর মাস থেকেই ব্যবসায়ী মহলকে এই আসন্ন পরিবর্তনের বার্তা দিয়ে আসছিল। এবার সেটি বাস্তবায়িত হতে চলেছে। তাঁদের বক্তব্য, এই নতুন ব্যবস্থা জিএসটি সিস্টেমকে আরও কার্যকর করবে, পুরনো ও ঝুলে থাকা রিটার্ন ফাইলিং-এর চাপ কমাবে এবং ব্যবসায়িক অনুশাসন জোরদার করবে। এই তিন বছরের সময়সীমার বাইরে গিয়ে কোনও রিটার্ন ফাইল করার সুযোগ থাকবে না। অর্থাৎ, ৩ বছরের মধ্যে রিটার্ন না দিলে ভবিষ্যতে তা সংশোধন বা জমা দেওয়ার আর কোনও সুযোগ থাকবে না। বিশেষ করে ইনপুট ট্যাক্স ক্রেডিট যারা নিতে চান, তাঁদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে। কারণ, ইনপুট কেনার সময় যে ট্যাক্স প্রদান করা হয়, তা ফেরত পাওয়ার জন্য সময় মতো রিটার্ন জমা দেওয়া আবশ্যক। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে সেই ক্রেডিট আর পাওয়া যাবে না।

এই নতুন সীমাবদ্ধতা ব্যবসায়িক হিসেবনিকেশের পদ্ধতিতেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসার ক্ষেত্রে সময়মতো হিসাব তৈরি ও রিটার্ন ফাইলিংয়ের জন্য এখন থেকে আরও সচেতন হতে হবে। তবে এখানেই শেষ নয়। জিএসটি নেটওয়ার্ক আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে, যার কার্যকারিতা একই সময় থেকে শুরু হবে। এখন পর্যন্ত ট্যাক্স পেমেন্ট সংক্রান্ত ফর্ম GSTR-3B-তে কিছু তথ্য ‘অটো-পপুলেট’ (auto-populated) হয়ে আসলেও তা সম্পাদনা করা যেত। নতুন নিয়মে ওই অটো-পপুলেটেড তথ্য আর সংশোধন করা যাবে না। এটি মূলত সেই তথ্য যা পূর্বে জমা দেওয়া GSTR-1 ফর্ম থেকে নিয়ে আসে GSTR-3B-তে। এই পরিবর্তন করায় করদাতাদের হিসেবের গড়মিল বা উদ্দেশ্যপ্রণোদিত সংশোধনের রাস্তা বন্ধ হয়ে যাবে। জিএসটি নেটওয়ার্কের মতে, এই পদক্ষেপ স্বচ্ছতা এবং নির্ভুল হিসেবের বজায় রাখবে। তবে করদাতাদের সুবিধার্থে নতুন একটি ফর্ম GSTR-1A চালু করা হচ্ছে। যাঁরা পূর্বে জমা দেওয়া GSTR-1-এ কোনও ভুল সংশোধন করতে চান, তাঁরা এই GSTR-1A ফর্মের মাধ্যমে সেই সংশোধন করতে পারবেন। সংশোধিত তথ্যই পরে GSTR-3B-তে গিয়ে অটো-পপুলেট হবে। এর ফলে রিটার্ন ফাইলিংয়ে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই ভুল সংশোধনের সুযোগও সীমিত ও নিয়মবদ্ধ থাকবে।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, এই সমস্ত পরিবর্তন দীর্ঘ মেয়াদে দেশের ট্যাক্স প্রশাসনকে আরও সংগঠিত ও সুশৃঙ্খল করতে সাহায্য করবে। তবে ব্যবসায়ীদের অবশ্যই হিসেব রাখার এবং সময়মতো রিটার্ন ফাইলিংয়ের অভ্যাস গড়ে তুলতে হবে, না হলে ভবিষ্যতে ইনপুট ট্যাক্স ক্রেডিট হারানোর মতো বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই সময় থাকতে সতর্ক হওয়াই বুদ্ধিমানের কাজ। নতুন জিএসটি রুলস অনুযায়ী ব্যবসা চালাতে গেলে শুধু আর্থিক হিসেব নয়, সময়ের দিক থেকেও হতে হবে যত্নবান ও দায়িত্বশীল। কারণ একটি ভুলই হয়ত আগামী দিনে আপনার কষ্টার্জিত ট্যাক্স রিফান্ডের পথ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে।
ছবি: প্রতীকী
আরও পড়ুন : Amir Khan : কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন আমির খান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read