Sasraya News

Wednesday, June 18, 2025

Group-D Long march: পদযাত্রায় মানা, মাতঙ্গিনী হাজরার বাড়ি থেকে পদযাত্রায় অনড় গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের

Listen

পদযাত্রায় মানা, মাতঙ্গিনী হাজরার বাড়ি থেকে পদযাত্রা গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের

সাশ্রয় নিউজ★কলকাতা : আজ তমলুকে গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা তাঁদের পূর্বনির্ধারিত পদযাত্রায় অনড়। হাওড়া পুলিশের তরফে গ্রুপ-ডি আন্দোলনকারীদের পদযাত্রা ট্রাফিক জ্যামের সম্ভবনা দেখিয়ে বাতিলের নির্দেশ দেওয়া হয়। গ্রুপ-ডি ঐক্যমঞ্চ হাইকোর্ট-এর দ্বারস্থ হন। হাইকোর্ট তাঁদের পদযাত্রা করার অনুমতি দেন বলে গ্রুপ-ডি ঐক্য মঞ্চের পক্ষে উল্লেখ। তবুও ট্রাফিক ও অন্যান্য কারণ দেখিয়ে পদযাত্রা বাতিলের হাওড়া জেলা পুলিশের পক্ষে। তমলুকের হোগলা থেকে আজ থেকে আগামী তিন দিন এই কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। তাঁরা জানান, হোগলা থেকে ধর্মতলা পর্যন্ত তিন্দিন পদযাত্রা করে তাঁরা ধর্মতলায় নিয়োগের দাবিতে আন্দোলনরত চাপরীপ্রার্থীদের কাছে পৌঁছবেন। আন্দোলনকারী সদস্য  আশিস খামারাই জানান, “আমরা প্রথমে পুুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম পদযাত্রার ব্যাপারে। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতেই দ্বারস্থ হই। কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থা পদযাত্রার অনুমতি দিয়েছিলেন। কিন্তু পুলিশ এখন তা বাতিল করতে বলছে। কিন্তু হোগলা থেকে আমরা যাত্রা শুরু করব। দেখি মাননীয়ার মুখ্যমন্ত্রীর নজর আমাদের সমস্যার দিকে পড়ে নাকি।”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment