



গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের আটক, আদালত লংমার্চ-এর অনুমতি দেওয়ার পরেও কেন আটক? প্রশ্ন চাকরি প্রার্থীদের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : এর আগে আগেও হাওড়া জেলার বাগনানে আটকানো হয় গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের। তাঁদের তিনদিনের ঘোষিত লংমার্চ পৌঁছায় গামী পৌঁছন। বাগনানের জোকা নিমতলার কাছে লংমার্চ পৌঁছতেই পুলিশ তাঁদের আটকান। দু-পক্ষের ভেতর ধ্বস্তাধস্তি হয়। মঙ্গলবার একটি আশ্রমে রাত্রি যাপন করেন তাঁরা। আজ ভোরবেলা সেখান থেকে বেরুতেই নজীর বিহীনভাবে কিছু আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, ‘আমরা রাতভর একটি আশ্রমে ছিলাম। আজ হাওড়া থেকে মিছিল শুরুর কথা ছিল। কিন্তু ভোর হতে না হতেই পুলিশ আমাদের পাকড়াও করতে শুরু করে। আদালতের অনুমতি থাকার পরও কেন ওরা ধরপাকড় করল আমাদের?’ উল্লেখ যে, ২০০ দিনেরও বেশি সময় ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, এতদিন আন্দোলনের পরেও সরকারের দৃষ্টি পড়েনি তাঁদের দিকে। তাই পথে নেমে লংমার্চ করার সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের। তবে, লংমার্চ-এ আদালতের অনুমতি থাকলেও কেন ধড়-পাকড়, প্রশ্ন আন্দোলনকারীদের।
