



সাশ্রয় নিউজ ★ লস অ্যাঞ্জেলেস : ৬৬ তম গ্র্যামি (Grammy Awards) মঞ্চে ভারতের জয়-জয়কার। আন্তর্জাতিক শিরোপা পেল ভারত। এই শিরোপা পেয়েছেন শিল্পী শঙ্কর মহাদেবন, জাকির হোসেন ও রাকেশ চৌরাসিয়া। ‘শক্তি’ ব্যান্ডের একটি গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ বেস্ট মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয়। এই ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে বিশিষ্ট চারজন শিল্পী উস্তাদ জাকির হোসেন শঙ্কর মহাদেবন, গণেশ রাজাগোপালন ও রাকেশ চৌরাশিয়া।
প্রসঙ্গত, ২০২৩-এর ৩০ জুন মুক্তি পায় ‘শক্তি’-এর ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি। মোট আটটি গান স্থান পায় অ্যালবামটিতে। এদিকে, উস্তাদ জাকির হোসেন-এর ঝুলিতে এই নিয়ে মোট ৩ টি গ্র্যামি (Grammy Awards) ‘বেস্ট মিউজিক পারফরম্যান্স’ বিভাগে এর আগে জাকিরের ‘পাশতো’ পুরস্কৃত হয়। বংশীবাদক রাকেশ চৌরাশিয়া এই নিয়ে মোট ২ টি গ্র্যামি পেলেন।
উল্লেখ্য, ‘শক্তি ‘ ব্র্যান্ডের ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি আন্তর্জাতিক গ্র্যামি (Grammy) মঞ্চে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের শিরোপা ভারতে আসায়, উৎসবের মেজাজে ভারত। বিশ্বের অন্যতম সেরা মঞ্চে ভারতের সঙ্গীতের এই জয়ে খুশি ভারতীয় সঙ্গীত-জগৎও। -সংগৃহীত চিত্র
আরও পড়ুন : Durnibar Saha-Oindrila Mohar Sen Become Perents : দুর্নিবার ও মোহরের ঘরে এল একরত্তি
