



প্রশ্ন ফিরহাদ হাকিমকে নিয়ে, রাজ্যকে চিঠি রাজ্যপালের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি রাজ্য সরকারের পুরমন্ত্রীর দায়িত্বে। রাজ্যে ডেঙ্গী পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। এমতাবস্থায় রাজ্যকে চিঠি রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজভবন সূত্রে খবর, পিস রুমে ফোন করে অনেকেই ‘কলকাতার মেয়র নিখোঁজ বলে বিজ্ঞাপন দিয়ে চাইছে।’ এর কারণ হিসেবে রাজ্যপাল চিঠিতে উল্লেখ করেন, ‘ডেঙ্গিতে মৃত অনেকের পরিবার পুরসভায় ফোন করেও মেয়রের খোঁজ পাননি, পুরসভায় ফোন করলে তাঁদের বলা হচ্ছে, মেয়র নবান্নে আছেন, নবান্নে খোঁজ নিলে বলা হচ্ছে, পুরমন্ত্রী কলকাতা পুরসভায় আছেন। রাজভবনের পিস রুমে এনিয়ে অনেক অভিযোগ এসেছে। কলকাতার মেয়র নিখোঁজ’ বলে বিজ্ঞাপনও দিতে চাইছেন অনেকে’। শুধু তা-ই না, রাজ্যের কাছে রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মহানাগরিক সম্পর্কে চিঠিতে গুরুতর প্রশ্ন, ‘মন্ত্রী-মেয়র দুই পদে থেকেই কি আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন ফিরহাদ হাকিম?’
-ফাইল ছবি
