



সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : রাহুল দ্রাবিড় এর পরে কে হবেন ভারতীয় দলের কোচ (Indian Cricket Coach)! এই নিয়ে চাপান-উতোর চলছিল ক্রিকেট মহলে। রাহুলের নেতৃত্বে ভারতীয় দল দেশের মাটিতে ফাইনাল খেলে। যদিও ফাইনালে পরাজিত হতে হয় ব্লু’জদের। দল ফাইনালে পরাজিত হলেও রাহুলের কোচিং নিয়ে প্রশ্ন তোলেননি কেউ-ই। দলের কোচ হিসেবে শিগগিরই শেষ হতে চলেছে তাঁর মেয়াদ। বেশ কিছুদিন ধরেই বিসিসিআই (BCCI) নতুন কোচের জন্য খোঁজ শুরু করেছে। এর মধ্যে বেশ কিছু বিদেশী ক্রিকেটারের নাম উঠে আসে। সূত্রের খবর, ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন গৌতম গম্ভীর (Goutam Gambhir)। সূত্রের আরও খবর, বোর্ড সচিব জয় শাহ-এর সঙ্গে গৌতম গম্ভীরের আলোচনার পরেই সমস্ত কিছু প্রায় নিশ্চিত যে, গৌতমই কোহলিদের কোচিংয়ের দায়িত্ব নিতে পারেন। তবে এক্ষেত্রে ভারতীয় বোর্ড বিসিসিআই ও গম্ভীর কেউ-ই কোনও বিবৃতি এখনও দেননি। উল্লেখ্য, সদ্য সমাপ্ত আইপিএল-এ গৌতম গম্ভীর এর মেন্টরশিপেই কেকেআর (KKR) এ বছর আইপিএল চাম্পিয়ন হয় (2024 IPL Champion KKR)।
ছবি : সংগৃহীত
