



শনিবার ধনতেরাস ঠিক তার আগের দাম কমল সোনার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বৃহস্পতিবার সকালে জানা যায় যে আন্তর্জাতিক বাজারে অনেকটাই দাম কমেছে সোনার। বুধবার বিশ্ব বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল ১,৬৪৩.৫৬ মার্কিন ডলার। আজ সেই দাম কমে দাঁড়ায় ১,৬৩২.২২ মার্কিন ডলার। বিশ্ব বাজারে সোনার দাম কমায় ভারতীয় সোনা ও রুপোর বাজারেও দাম কমল। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমলো ২০০ টাকা, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমলো ২৪ টাকা। ১ কেজি রুপোর ওপরে দাম কমেছে ২৫০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৪,৬৩৫ টাকা, ৮ গ্রামের দাম ৩৭,০৮০, ১০ গ্রামের দাম ৪৬ হাজার ৩৫০ টাকা। উল্টো দিকে ২৪ ক্যারেটের ১ গ্রাম পাকা সোনার দাম ৫ হাজার ৫৬ টাকা। ৮ গ্রামের দাম ৪০,৪৪৮ টাকা। ১০ গ্রামের দাম ৫০,৫৬০ টাকা।
ধনতেরাস উপলক্ষে লক্ষ্মী দেবীর সদয় হয়ে দাঁড়িয়েছে আপামর বাঙালির সোনা-রুপো ক্রেতাদের আনন্দের সংবাদ।
