Sasraya News

Gobinda – Sunita Ahuja : গোবিন্দা ও সুনীতার চার দশকের দাম্পত্যে ফাটল! 

Listen

বিনীত চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ ::  মুম্বাই : বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজার (Gobinda – Sunita Ahuja) বৈবাহিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে জানা যায়। চার দশকের অধিক সময় ধরে একসঙ্গে পথচলা এই দম্পতির সম্পর্ক এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। তাঁদের সূত্রে জানা যায়, একাধিক বিষয় নিয়ে মতবিরোধ জমে ওঠায় গোবিন্দা ও সুনীতার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, যা নিয়ে দু’জনের অবস্থানও এখন সম্পূর্ণ ভিন্ন।

সুনীতা সম্প্রতি এক ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে সাক্ষাৎকারে জানান, “অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুই পক্ষের সমঝোতা লাগে। কিন্তু দীর্ঘ সময়ের পরও যদি একই জায়গায় ফিরে আসতে হয়, তাহলে ভাবতেই হয়— নিজের মানসিক শান্তিটা কি বেশি গুরুত্বপূর্ণ নয়?” যদিও তিনি সরাসরি ‘বিচ্ছেদ’ শব্দটি ব্যবহার করেননি, তবে তার বক্তব্যে দাম্পত্য জীবনে একটা চির ধরার ইঙ্গিত স্পষ্ট।

অন্যদিকে, গোবিন্দা এই বিষয়ে অপেক্ষাকৃত সংযত। একটি বিনোদন চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, “সব সম্পর্কেই ওঠানামা থাকে। আমরা দু’জনেই সময় নিচ্ছি, নিজেদের অবস্থান বুঝে নিতে চাইছি। আমার স্ত্রী ও পরিবারের প্রতি ভালবাসা ছিল এবং থাকবে।”

গোবিন্দা ও সুনীতা ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। একসময় তাঁদের সম্পর্ক বলিউডের অন্যতম রোল মডেল হিসেবে বিবেচিত হত। তাঁরা দু’জনেই মিডিয়ার সামনে নিজেদের ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে আনতেন না। তবে সামাজিক অনুষ্ঠানে বা পুরস্কার বিতরণী মঞ্চে তাঁদের একসঙ্গে দেখা যেত, আর সেখানেই দু’জনের রসায়ন নজর কাড়ে।

গোবিন্দা ও সুনীতার দুই সন্তান, টিনা ও যশবর্ধন ইতিমধ্যেই বড় হয়ে উঠেছেন। যশবর্ধন সিনেমা জগতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন, এবং এই সময় পারিবারিক অশান্তি তাঁকে মানসিকভাবে প্রভাবিত করছে বলেও ঘনিষ্ঠ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

কী কারণে এই দূরত্ব? ঘনিষ্ঠ মহলের বক্তব্য অনুযায়ী, গোবিন্দার কিছু পেশাগত সিদ্ধান্ত এবং তাঁর আত্মীয়স্বজনদের প্রভাব নিয়েও সুনীতা অসন্তুষ্ট। কয়েক বছর আগেই সুনীতা একবার বলেছিলেন, “আমি ওঁর সব সিদ্ধান্তে পাশে থেকেছি, কিন্তু কিছু সম্পর্ক ছিল যেগুলো আমাদের পরিবারে অশান্তি ডেকে এনেছে।” অন্যদিকে, গোবিন্দার ঘনিষ্ঠজনেরা বলছেন, তিনি এখন নিজের কেরিয়ারে দ্বিতীয় অধ্যায় নিয়ে ব্যস্ত। ওয়েব সিরিজ ও রিয়েলিটি শোতে ফিরে আসার চেষ্টা করছেন। এই সময় সুনীতার কিছু অতিরিক্ত প্রত্যাশা এবং সংসারে অস্থিরতা তাঁকে মানসিক চাপে ফেলছে।

গোবিন্দা ও সুনীতার দাম্পত্য টানাপোড়েনের মধ্যে তাঁদের সন্তানরা নিজেদের মতো করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। টিনা সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “সংসারে সমস্যা থাকতেই পারে। কিন্তু পরিবারের সদস্যদের প্রতি সম্মান বজায় রাখা জরুরি।” তাঁদের ক’য়েকজন ঘনিষ্ঠ বন্ধু দু’জনের মধ্যস্থতা করার চেষ্টা করেছেন। বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী এবং গোবিন্দার সহকর্মী রেখা ব্যক্তিগতভাবে সুনীতার সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। একইভাবে পরিচালক ডেভিড ধাওয়ান, যিনি গোবিন্দার বহু সিনেমার পরিচালনা করেছেন, তিনি নাকি বিষয়টিকে “অসুস্থ মনস্তত্ত্বের অস্থায়ী সমস্যা” বলে ব্যাখ্যা করেছেন।

এই মুহূর্তে গোবিন্দা ও সুনীতা কেউই সরাসরি ‘বিচ্ছেদ’ শব্দটি ব্যবহার করেননি। তবে দু’জনেই আলাদা সময় কাটাচ্ছেন, এবং তাদের বেশ কয়েকটি সাম্প্রতিক ছবি ও অনুষ্ঠান থেকে একে অপরের অনুপস্থিতি বিষয়টি স্পষ্ট করছে। সামাজিক মাধ্যমেও তাঁদের পোস্টগুলো ইঙ্গিতবাহী। সুনীতা সম্প্রতি একটি পোস্টে লেখেন, “নিজেকে ভালবাসা মানেই কারও অবহেলাকে আর সহ্য না করা।” অন্যদিকে গোবিন্দার ইনস্টাগ্রামে দেখা যায় এক ধরণের অতীত-নস্টালজিকতা – পুরনো সিনেমার গান, স্মৃতি, ও পরিবারের পুরনো ছবি।বিশেষজ্ঞদের মতে, বলিউডের জগতে সম্পর্কের ওঠানামা নতুন কিছু নয়। কিন্তু গোবিন্দা ও সুনীতার সম্পর্ক ছিল এক দীর্ঘস্থায়ী বন্ধনের প্রতীক। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা সময়ই বলে দেবে। তবে তাঁদের ভক্তদের অনেকেই আশা করছেন, এই দূরত্ব সাময়িক হবে এবং একদিন তাঁরা আবার একসঙ্গে পথ চলবেন।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sasraya News, Sunday’s Literature Special | 25th May 2025, Issue 66 || সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ২৫ মে ২০২৫, সংখ্যা ৬৬

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read