



সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : স্বাতী মালিওয়াল নিগ্রহ কাণ্ডে সাংবাদিক সম্মেলনে তোপ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (Goa Chief Minister Pramad Sawant)। বুধবার তিনি আমআদমি পার্টিকে মহিলা বিরোধী দল হিসেবে আখ্যায়িত করেন বলে উল্লেখ। স্বাতী মালিওয়াল (Swari Maliwal) নিগ্রহ কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল কেন চুপ? প্রশ্ন তুলেছেন গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্ত। তাঁর কথায়, ‘এএপি একটি মহিলা বিরোধী ও দিল্লি বিরোধী দলে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বাতী মালিওয়াল গত ২০ বছর ধরে কেজরীওয়ালের কমরেড ছিলেন, তবুও তাঁকে তাঁর নিজের বাড়িতে লাঞ্চিত করা হয়েছে।’ প্রমোদ বাবু প্রশ্ন তোলেন, ‘স্বাতী মালিওয়াল ইস্যুতে অরবিন্দ কেজরীওয়াল কেন নীরবতা পালন করছেন?’
ছবি : সংগৃহীত
আরও খবর : Abhisheek Banerjee : অভিষেকের নিশানা
