



সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঘাটাল : শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত ঘাটাল (Ghatal) পৌর এলাকার বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত। সূত্রের খবর, ওই পৌর এলাকার ৫, ৯, ও ১০ নম্বর ওয়ার্ড প্লাবিত। বানভাসিরা চন্দ্রকোনার ২ ব্লকের ভগবন্তপুর ১ গ্রামপঞ্চায়েতের খসকিরা এলাকাতেও। একবাসিন্দার কথায়, “দীর্ঘদিন ধরেই এই অবস্থা চলছে। একটু বৃষ্টিতেই চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এই ব্রীজ ডুবে যায় বলে পারাপার করতে পারছি না। শরীর খারাপ হলে কেউ যে হাসপাতাল যাবে তাও পারছি না। এই ব্রীজ দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। তবে ডুবে গিয়েছে বলে জলবন্দি হয়ে বাড়িতে বসে আছি।” এলাকার কাঠের সাঁকোও জলে ঢুবেছে বলে উল্লেখ।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Weather Update : নতুন নিম্নচাপের ভ্রুকুটি
