Sasraya News

Geetasree Roy | মলদ্বীপের ঢেউয়ে প্রেমের ছোঁয়া, গীতশ্রীর জীবনে নতুন বাঁক

Listen

পরিধি চক্রবর্তী ★ সাশ্রয় নিউজ : ছবির মতো নিঃশব্দ সেই দ্বীপ। নীল জলরাশি ঘিরে রেখেছে চার দিক। মাথার উপরে খোলা আকাশ। ঠিক এমন এক মুহূর্তে জীবনের সবচেয়ে বড় প্রশ্নটা এল অভিনেত্রী গীতশ্রী রায় (Geetasree Roy)-এর সামনে। আর উত্তর দিতে সময় লাগেনি একটুও। হ্যাঁ বলেই ফেললেন তিনি। দীর্ঘ তিন বছরের প্রেমিক প্রবীর দাস (Prabir Das)-এর কাছ থেকে এমন বলিউডি স্টাইলের বিয়ের প্রস্তাব যে একেবারেই অপ্রত্যাশিত ছিল, তা গীতশ্রী নিজেই মেনে নিচ্ছেন।উল্লেখ্য, ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ গীতশ্রী। ‘শুভবিবাহ’ ধারাবাহিকের নায়িকা হিসেবে এখন তিনি দর্শকের ঘরে ঘরে পরিচিত। কিন্তু কাজের চাপের মাঝে সময় বের করা এতটাও সহজ নয়। তবু এই গ্রীষ্মে ৬ দিনের ছুটি তিনি নিয়ে মলদ্বীপ উড়ে গেলেন। অবশ্য এই সফরের আড়ালে যে এমন এক সিদ্ধান্ত অপেক্ষা করে আছে, তা তিনি স্বপ্নেও ভাবেননি। প্রেমিক প্রবীর, যিনি পেশায় একজন ফুটবলার, মে-জুন মাসে খেলার চাপ থেকে খানিকটা মুক্ত থাকেন। সেই সময়টাই তাঁরা সাধারণত একসঙ্গে কাটানোর চেষ্টা করেন। “ওর এই সময় কাজের চাপ কম থাকে। তাই আমরা বছরের এই সময়টিকেই বেছে নিই ঘোরার জন্য,” বলছিলেন গীতশ্রী।

Read : Sara Ali Khan | ধর্ম নয়, বিশ্বাসই আসল, ট্রোলের মুখেও নিজের পথে সারা

তবে এই ছুটির সফর যে এতটা চমকে দেওয়ার মতো হবে, সেটা অনুমান করা যায়নি। গীতশ্রী জানালেন, গোটা ট্রিপের পরিকল্পনা, হোটেল বুকিং, এমনকী কাপড় গোছানো পর্যন্ত সবকিছু সামলেছেন প্রবীর। তিনি আরও বলেন, “প্রবীর জীবনে আসার পর অনেক কিছুই বদলে গিয়েছে। আগে সব কিছু আমাকেই গুছিয়ে নিতে হত। এখন ও-ই সব দেখে নেয়।” প্রেমিকের প্রতি এই নির্ভরতার সুরেই যেন ধরা পড়ে তাঁদের সম্পর্কের গভীরতা। অবশ্য প্রবীরের সময় সচেতন জীবনের সঙ্গে খাপ খাওয়াতে মাঝে মাঝে একটু কঠিনই হয়ে পড়ে অভিনেত্রীর। গীতশ্রী মজা করে বলেন, “ও ঘড়ির কাঁটা ধরে চলে। আমি আবার সব কিছু শেষ মুহূর্তে করি। ও তো সময়ের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছে যায়, আর আমি তখনও চুল শুকোচ্ছি!” এই বিপরীত স্বভাবের মধ্যেও কোথাও যেন এক মায়াবী সাম্য তৈরি হয়েছে তাঁদের মধ্যে। সেই সাম্যের ঠিক মধ্যেই এল এক একটি মুহূর্ত।একান্ত সময়ের মাঝে, মলদ্বীপের এক নির্জন দ্বীপে, প্রবীর হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। গীতশ্রী বলেন, “একেবারেই কল্পনা করিনি। একদম রোম্যান্টিকভাবে আমাকে ‘উইল ইউ ম্যারি মি’ বলল ও। আর আমি তখনই ‘হ্যাঁ’ বলে দিলাম।” তবে বিয়ের দিনক্ষণ নিয়ে আপাতত কোনও পরিকল্পনা নেই তাঁদের। গীতশ্রী হেসে বলেন, “দিল্লি এখন অনেক দূরে।” অর্থাৎ, এই মুহূর্তে কেরিয়ার ও নিজের পেশাগত দায়িত্বেই তিনি মন দিতে চান। তবে জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে, যখন সম্পর্ক শুধু আবেগ নয়, বরং পরস্পরের দায়িত্ব ভাগ করে নেওয়ার জায়গা হয়ে ওঠে। সেই মুহূর্তের সাক্ষী থেকে গেল মলদ্বীপের সমুদ্র, আর ক্যামেরাবন্দি হল তাঁদের একান্ত স্মৃতি। তাঁদের এই সফরের কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গীতশ্রীর সোশ্যাল মিডিয়া পাতায়। তাতে কখনও তাঁরা জলরঙে আঁকা নীল সমুদ্রের সামনে হাতে হাত ধরে, আবার কখনও বা সূর্যাস্তের আলোয় একান্ত সময় কাটাচ্ছেন দু’জনে। একে অপরের চোখে স্পষ্ট ভালবাসার ছায়া। কলকাতায় এমন সাজানো গোছানো বিয়ের প্রস্তাব খুব একটা দেখা যায় না, তাই গীতশ্রীর এই মুহূর্ত আরও স্পেশাল হয়ে উঠেছে তাঁর অনুরাগীদের কাছেও। এটি শুধু একটি রোমান্টিক ট্রিপ নয়, এই সফর যেন হয়ে উঠল তাঁদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা। গীতশ্রীর কথায়, “এই ট্রিপ আমি কোনও দিন ভুলতে পারব না।” মনে হয় না, সেই দ্বীপ, সেই প্রস্তাব, সেই উত্তরের মুহূর্ত, কোনও দিন ভুলে যাওয়ারও দরকার আছে। কারণ এমন মুহূর্তই তো একটা জীবনকে একেবারে বদলে দিতে পারে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন :Monami Ghosh : মৃণাল সেনের স্ত্রী’র ভূমিকায় মনামী ঘোষ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read