



জিডি বিড়লা কাণ্ডে আগামীকাল দোষীদের সাজা ঘোষণা
সাশ্রয় নিউজ ★কলকাতা : ছয় বছর পরে সাজা পেতে চলেছেন জিডি বিড়লার সেই দু’জন শিক্ষক। দুই শিক্ষককে ৪ বছরের এক শিশু ওপর যৌন নির্যাতনের দায়ে পুলিশ গ্রেফতার করে। জিডি বিড়লার ঘটনায় শিশুদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছিল। ছয় বছর আগের সেই নির্মম ঘটনাটি আবার মনে করিয়ে দিল শিশুর ওপর দুই শিক্ষকের নির্মমতা। আগামীকাল ৩১ জানুয়ারি, দুই অভিযুক্তকে সাজা শোনাবে আদালত।
