Sasraya News

Saturday, February 15, 2025

Gautam Gambhir-Shah Rukh Khan : শাহরুখে মুগ্ধ গম্ভীর

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শাহরুখ খানকে সার্টিফিকেট গম্ভীরের (Gautam Gambhir-Shah Rukh Khan) চলতি আইপিএল-এ (IPL 2024) কলকাতা নাইট রাইডারস-এর (Kolkata Knight Rider’s) মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) এর আগে গম্ভীরের নেতৃত্বে নাইট রাইডারস ২০১২ ও ২০১৪ সালে IPL ট্রফি ঘরে তোলে। এবার শাহরুখের দলের মেন্টর হিসেবে দলে ফিরেছেন গম্ভীর। চলতি আইপিএল-এ তাঁর মেন্টরশিপে অনেক শক্ত জায়গায় নাইটরা। সম্প্রতি লোকেশ রাহুলকে (KL Rahul)  লখনউ সুপার জায়ান্টস-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goyenka) ভর্ৎসনা সংবাদমাধ্যমে সমালোচনা শুরু হয়। এদিকে কেকেআর-এর মালিক শাখরুখ খান (Shah Rukh Khan) সম্পর্কে গৌতম গম্ভীর দরাজ সার্টিফিকেট দেন। গম্ভীরের কথায়, “শাহরুখের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। যে সব মালিকের অধীনে কাজ করেছি, তাঁদের মধ্যে শাহরুখই সেরা। এমন নয় যে উনি নম্র এবং ভদ্র বলে এই কথা বলছি। আরও অনেক কারণ আছে।” গম্ভীর আরও বলেন, “খেলার মাঠে সকলে সমান। এখানে রিটেক নেই। সিনেমায় ভুল করলে তা শোধরানোর সুযোগ থাকে। কিন্তু ক্রিকেটে ভুল শট খেললে, বা খারাপ বল করলে তা ফেরানো যায় না। এখানে রিটেক হয় না।” উল্লেখ্য যে, এর আগে লখনউয় সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : IPL : আইপিএল থেকে ছিটকে যেতেই বৈঠক সূর্যকুমার-রোহিতদের

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment