Sasraya News

Gang rape in Deoghar : দেওঘরে নাবালিকাকে গণধর্ষণ 

Listen

দেওঘরে নাবালিকাকে গণধর্ষণ 

সাশ্রয় নিউজ : গণধর্ষণের অভিযোগ উঠল এবার দেওঘরে। পুলিশসুত্রে খবর, মা ও মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় বাইকে করে পাঁচজন এসে মায়ের সামনে মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর তাঁকে গণধর্ষণ করে। মেয়েটি নাবালিকা। ঘটনাটি ঘটেছে, ঝাড়খণ্ডের দেওঘরে। জানা যায় যে, নাবালিকার মা’য়ের ব্যাগও ছিনিয়ে নেয় ওই বাইকে আসা পাঁচজন। ব্যাগে টাকা ও মোবাইল ফোন ছিল। ওইসময় একটি পুলিশের গাড়ি আসতে দেখে থামান তিনি। তারপর পুলিশকে বিস্তারিত জানান।

নাবালিকা ধর্ষণের ঘটনায় ২ জন পুলিশের হাতে ধরা পড়েছে। এবং বাকি তিনজনের এখনও সন্ধান মেলেনি। পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশ সুত্রে এও জানা যায় যে, এই গণধর্ষণে অভিযুক্তদের নামে মামলা হয়েছে। নাবালিকার মেডিক্যাল টেস্ট হয়েছে। 

ছবি : প্রতীকী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read