



লখনউয়ে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী
সাশ্রয় নিউজ : গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে লখনউয়ে। অভিযোগ এক অটোচালক ও তাঁর সঙ্গী-সাথীরা গণধর্ষণ করেছেন একজন ছাত্রীকে, পুলিশসূত্রে এই ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই দেশে শোরগোল শুরু হয় রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে! ‘কেন এখনও নারীরা নিরাপদ নয়?’ প্রশ্ন আমজনতার।
একজন নাবালিকা প্রাইভেট-টিউশন থেকে অটো করে বাড়ি ফিরছিলেন। ওই সময় অটো চালক, ছাত্রীর গন্তব্যে না গিয়ে ভিন্ন পথে গাড়ি ঘুরিয়ে নিয়ে যায়। অটোচালক ও তাঁর সঙ্গী-সাথীরা নাবালিকাকে বেশ কয়েক ঘন্টা যাবৎ পাশবিক অত্যাচার করেছে বলে সংবাদসূত্রে জানা যাচ্ছে।
