Gambhir team selection, Sanju Samson experiment | গম্ভীরের নির্বাচনে ঝড়, সঞ্জুকে নিয়ে এক্সপেরিমেন্টের বৃষ্টি! কেন গিলের জায়গায় যশস্বী নয়, উঠছে প্রশ্ন

SHARE:

India’s T20 struggles continue in Australia as Gautam Gambhir’s constant experiments raise eyebrows. Why is Yashasvi Jaiswal still benched while Gill and Samson fail repeatedly?

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দল যেন নিজেদের হারিয়ে ফেলল। গৌতম গম্ভীর (Gautam Gambhir) দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক পরীক্ষা চলছে। এশিয়া কাপে তার কিছুটা সুফল মিললেও মেলবোর্নে তার প্রতিফলন দেখা গেল না। শুভমন গিল (Shubman Gill) আবারও ব্যর্থ, সঞ্জু স্যামসন (Sanju Samson) -এর জায়গা নিয়ে চলছে নিরন্তর এক্সপেরিমেন্ট। ফলে প্রশ্ন উঠছে, দলের স্থায়িত্ব কোথায়? মেলবোর্নের মাটিতে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স এককথায় হতাশাজনক। পুরো ২০ ওভার খেলতে পারেনি ভারতীয় ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১২৬ রানের লক্ষ্যই দিতে পেরেছিল তারা। মিচেল মার্শ (Mitchell Marsh) -এর নেতৃত্বে সেই লক্ষ্য সহজেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন গিল, জস হ্যাজেলউড (Josh Hazlewood) -এর বলে বোল্ড হয়ে। গত ম্যাচে তিন নম্বরে ব্যাট করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), কিন্তু এদিন তাঁকে নামানো হয় চারে। তিন নম্বরে দেখা যায় সঞ্জু স্যামসনকে, যিনি আবার ২ রানে ফিরে যান। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, দলের পরিকল্পনা ঠিক কী?

এশিয়া কাপের সময় সঞ্জু ছিলেন ওপেনার। পরে তাঁকে ৫ বা ৬ নম্বরে নামানো হয়। সেই জায়গায় মানিয়ে নেওয়ার আগেই হঠাৎ তাঁকে আবার তিনে তোলা হয়েছে। এতে কি তাঁর পারফরম্যান্সে প্রভাব পড়ছে না? বিশেষজ্ঞদের একাংশের মতে, ক্রমাগত ব্যাটিং অর্ডারে পরিবর্তন সঞ্জুর আত্মবিশ্বাসে চিড় ধরাচ্ছে। সাবেক তারকা আকাশ চোপড়া (Aakash Chopra) বলেন, “সঞ্জু স্যামসন একজন ম্যাচউইনার। কিন্তু ওকে যেভাবে এক ম্যাচে ওপেনার, এক ম্যাচে মিডল অর্ডারে নামানো হচ্ছে, তাতে ওর রিদমটাই নষ্ট হয়ে যাচ্ছে।” এদিকে, শুভমন গিলের ফর্ম নিয়েও উদ্বেগ বাড়ছে। গিল এখন পর্যন্ত ২০২৫ সালের শুরু থেকে যে ছন্দে ছিলেন, তা এখন যেন হারিয়ে গেছে। পরপর ব্যর্থতার পরেও তাঁকে ধরে রাখার কারণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কিন্তু, অনেকের মত, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এখন দলের স্থায়ী ওপেনার হওয়ার যোগ্য। তাঁর আক্রমণাত্মক মেজাজই হতে পারত পাওয়ারপ্লেতে ভারতের প্রধান অস্ত্র। কিন্তু গম্ভীরের দলে যশস্বীর সুযোগ না পাওয়া নিয়েই সরগরম ক্রিকেট মহল।

গৌতম গম্ভীর অবশ্য ম্যাচের পর প্রেস কনফারেন্সে বলেন, “আমরা প্লেয়ারদের রোটেট করছি যাতে সবাই সুযোগ পায় এবং বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকে। এটি কেবল একটি এক্সপেরিমেন্ট নয়, এটি পরিকল্পনার অংশ।” কিন্তু তাঁর এই বক্তব্যে সন্তুষ্ট নন ক্রিকেট বিশ্লেষকরা। সাবেক নির্বাচক সঞ্জয় মাঞ্জরেকর (Sanjay Manjrekar) মন্তব্য করেন, “এক্সপেরিমেন্টেরও একটা সীমা থাকা উচিত। যখন টিম নিয়মিত ব্যর্থ হচ্ছে, তখন স্থির ব্যাটিং অর্ডার না থাকা বিপজ্জনক।” অর্শদীপ সিং (Arshdeep Singh) -এর জায়গা না পাওয়া নিয়েও ক্ষোভ বাড়ছে। গত কয়েক মাসে টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করেছেন তিনি। কিন্তু গম্ভীরের একাদশে তাঁকে দেখা যায়নি। তার পরিবর্তে নতুনদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। সাবেক পেসার ইরফান পাঠান (Irfan Pathan) টুইট করে লিখেছেন, “অর্শদীপের মতো বোলারদের ধারাবাহিক সুযোগ না দিলে আত্মবিশ্বাস হারায়। একই সঙ্গে টিমের ডেথ বোলিং দুর্বল হয়।”

এই পরাজয়ের পর আবারও ভারতীয় দলের সমালোচনায় সরব সোশ্যাল মিডিয়া। ক্রিকেটপ্রেমীরা প্রশ্ন তুলছেন, এত এক্সপেরিমেন্ট করে কি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সফল হওয়া সম্ভব? এক ভক্তের মন্তব্য, “গম্ভীর সাহেব পরীক্ষার ল্যাব বানিয়ে ফেলেছেন টিম ইন্ডিয়াকে। ম্যাচ জিততে নয়, যেন ট্রায়াল দিতে নামছে দল।” তবে সব সমালোচনার মধ্যেও আশার আলো খুঁজছেন অনেকে। কোচ ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) বলেছেন, “পরীক্ষা-নিরীক্ষা দরকার। আমরা চাইছি প্রতিটি পজিশনে অন্তত দু’জন বিকল্প প্রস্তুত রাখতে। ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের ম্যাচেই বোঝা যাবে, গম্ভীর তাঁর পরীক্ষাগুলো থেকে কী শিক্ষা নিলেন। স্থিরতা না আনলে ভারতের ব্যাটিং অর্ডারই হতে পারে টিমের সবচেয়ে বড় দুর্বলতা। বিশেষত গিল, স্যামসন ও সূর্যকুমারের মতো ব্যাটারদের ফর্ম ফেরানো এখন সময়ের দাবি। না হলে এই পরাজয়ের ছায়া লম্বা হবে আরও অনেকটা পথ।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Jemimah Rodrigues hundred, India final 2025, Women’s World Cup 2025 | বিশ্বকাপ ফাইনালে ভারত! চোখে জল, মুখে হাসি! জেমাইমার লড়াইয়ে আবেগে ভাসছে দেশ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন