Sasraya News

Friday, March 28, 2025

G-20 summit : দিল্লি আসলেন হাসিনা, সস্ত্রীক ঋষি সুনক

Listen

দিল্লি আসলেন হাসিনা, সস্ত্রীক ঋষি সুনক

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : এবার জি-২০ সম্মেলনে অতিথি দেশ হিসেবে আমন্ত্রিত বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জি-২০ সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছলেন। আজ দুপুর বেলাতেই হাসিনার বিমান অবতারণ করে দিল্লি বিমান বন্দরে। তাঁকে বিমান বন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রী বস্ত্র মন্ত্রী ও রেল প্রতিমন্ত্রী দর্শনা জারদোস। সূত্রের খবর আজ সন্ধেয় নরেন্দ্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মরিশাসের প্রধানমন্ত্রী কুমার জাগনাউথ-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্যদিকে এদিন জি-২০ সম্মেলনে যোগ দিতে ভার‍তে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সুনকের সফর সঙ্গী তাঁর স্ত্রী আকতাসা মূর্তি। তাঁদের স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই ঋষি সুনকের প্রথম ভারত সফর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment