



প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ-এর প্রয়াণে গোটা বিশ্ব শোকস্তব্ধ। মনমোহন সিংহ অর্থনীতির লোক। পি ভি নরসীমা রাও যখন ওঁকে অর্থমন্ত্রী নিযুক্ত করলেন তখন দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় এসে পৌঁছে ছিল। সেই অবস্থা থেকে দেশকে তিনি উদ্ধার করেছিলেন এবং একটা মজবুত জায়গাই পৌঁছে দিয়েছিলেন। ড. সিংহ-এর অর্থনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শীতার জন্য ভারত ভাল জায়গাই পৌঁছে ছিল। লিখেছেন : অভিজিৎ দত্ত

বর্তমান দিনে ভারতীয় রাজনীতিতে মনমোহন সিংহ-এর (Former Prime Minister Dr. Manmohan Singh) মত এত সৎ ও বিনয়ী মানুষ খুব একটা দেখা যায় না। যার কাছে দেশের স্বার্থ তথা কাজের প্রতি নিষ্ঠা খুব কম জনারই আছে। ওঁর আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নম্র, ভদ্র, বিনয়ী ও সজ্জন মানুষ এককথায় বিরল। বিবেকানন্দের সেই বিখ্যাত বাণী, ‘কর্মই ধর্ম…’ অক্ষরে, অক্ষরে মেনে চলতেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ।

ইতিহাস তাঁকে মনে রাখবে ভাল কাজের জন্য। এই জন্য মনমোহন সিংহ-এর মত ব্যক্তিত্বের প্রয়াণে সব রাজনৈতিক দল বা নেতা, নেত্রীরা তাঁর জীবন ও কর্মের ভূয়সী প্রশংসা করছেন। ভারতীয় রাজনীতি বা বিশ্ব রাজনীতিতে এমন নিপাট ভদ্রলোক আর পাওয়া যাবে না। তাই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-এর প্রয়াণে গোটা বিশ্ব শোকস্তব্ধ।
মনমোহন সিংহ অর্থনীতির লোক। পি ভি নরসীমা রাও যখন ওঁকে অর্থমন্ত্রী নিযুক্ত করলেন তখন দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় এসে পৌঁছে ছিল। সেই অবস্থা থেকে দেশকে তিনি উদ্ধার করেছিলেন এবং একটা মজবুত জায়গাই পৌঁছে দিয়েছিলেন। ড. সিংহ-এর অর্থনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শীতার জন্য ভারত ভাল জায়গাই পৌঁছে ছিল। নিজের প্রশংসা কখনওই চাইতেন না। তাঁর সততা ছিল প্রশ্নাতীত।

তিনি চাইতেন না তার সন্তানরা পিতার প্রধানমন্ত্রীত্বের কোনও সুযোগ নিক। মনে করতেন, তাঁর সন্তানরা অন্যদের মত পরিশ্রম করে নিজের দক্ষতা ও জ্ঞানের সাহায্যে বড় হোক বা নিজের পায়ে দাঁড়াক। এইরকম নেতাদেরকেই তো দেশের জন্য দরকার। অথচ এখনকার ভারতবর্ষের নেতাদের কথা যত কম বলা যায় তত ভাল। তাই মনমোহন সিংহ-এর মত নেতাদের অভাব চিরকাল অনুভূত হবে। ড. মনমোহন সিংহ-এর মত নেতাদের দেশকে খুব দরকার। তাঁর মত নেতা প্রত্যেকটি ঘরে জন্মাক প্রতিটি ভারতবাসী একামনাই করবেন।
-সংগৃহীত ছবি
