Sasraya News

Forest Department : হাতির গতিবিধি লক্ষ্য করবে ড্রোন

Listen

হাতির গতিবিধি লক্ষ্য করবে ড্রোন 

সাশ্রয় নিউজ : বিস্তীর্ণ মেদিনীপুরে বিশেষ করে জঙ্গল মহলে হাতির দাপটে অতিষ্ঠ হওয়ার খবর সকলের জানা। হাতির সদলে আক্রমণে প্রায়ই ক্ষেতের ফসল, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় মানুষের। তাঁরা প্রতিমুহূর্ত কাটান আতঙ্কের ভেতর। ক্ষেতখামার তো আছেই, তেমনি শিশু থেকে প্রবীণ মানুষগুলিকেও চোখে চোখে রাখতে হয় পরিবারের মানুষজনদের। তবুও হাতির অত্যাচার থেকে নিস্তার নেই, প্রাণহানির মতো ঘটনারও সাক্ষী মানুষ। 

রাজ্যের মুখ্যমন্ত্রী, হাতির হানা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন। 

বনবিভাগ হাতির অত্যাচার রুখতে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মতে, ড্রোনের সাহায্যে হাতিতের গতিবিধি লক্ষ্য রাখা সহজ হবে। ২০১১-২০২২ সালের মধ্যে ৬০ জন হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন। 

    উল্লেখ্য, মেদিনীপুর বনবিভাগের আওতাধীন অঞ্চলের ভেতর ৮২ টি হাতি আছে বলে বনবিভাগ সুত্রে খবর। বনবিভাগ দাবি করেছে, মাঝে মাঝে ঝাড়খণ্ড থেকে হাতির দলও জঙ্গল মহল এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। 

   

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read