



সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : প্রয়াত হয়েছেন অভিনেতা ফিরোজ খান (Firoz Khan Passes Away)। সূত্রের খবর যে, হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরপ্রদেশের বদায়ুঁতে তিনি অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্রের আরও খবর, তিনি বেশ কিছু দিন যাবৎ উত্তরপ্রদেশের বদায়ুঁতেই থাকছিলেন। ৪ মে তিনি সেখানে ভোটার মহোৎসবেও অংশগ্রহণ করেন বলে উল্লেখ। উল্লেখ্য, অভিনেতা ফিরোজ খান অমিতাভ বচ্চনকে অনুকরণ করার জন্য বিখ্যাত ছিলেন। এছাড়াও মেগাসিরিয়ালেও অভিনয় করেছেন।
ছবি : সংগৃহীত
