Sasraya News

Firecrackers Ban : শব্দবাজি নিষিদ্ধ করেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী

Listen

শব্দবাজি নিষিদ্ধ করেছেন দিল্লির পরিবেশ মন্ত্রী 

সাশ্রয় নিউজ : দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই দীপাবলিতে সমস্ত রকম বাজি নিষিদ্ধ করেছেন। তিনি জানান, “মানুষের জীবন রক্ষার্থে সমস্ত ধরণের পটকা, বাজি, উৎপাদন, সংরক্ষণ, বিক্রি, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।” গোপাল রাই বলেছেন, “দিল্লিতে পটকা, বাজি বিক্রি করলে বা সংরক্ষণ করলে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা তিন বছরের জেল হবে।”  

    পরিবেশ মন্ত্রী গোপাল রাই-এর এই নির্দেশ দিল্লিবাসীদের শব্দ বাজির আতঙ্ক থেকে রক্ষা করবে। তেমনি বিশেষ কিছু রোগে আক্রান্ত মানুষরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে মনে করছেন দেশের পরিবেশবিদরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read