



একাধিকবার সি বি আই হানার পরেই ব্যাঙ্কে আগুন
সাশ্রয় নিউজ : একটি বেসরকারি ব্যাঙ্কে আগুন লাগে। বীরভুমের বোলপুরে এই ব্যাঙ্কে হঠাৎ আগুন দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ব্যাংক কর্মীর দ্বারা খবর পেয়ে তড়িঘড়ি দমকলকর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
সূত্রের খবর উল্লেখ্য, এই বেসরকারি ব্যাঙ্কে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের একাধিক অ্যাকাউন্ট আছে বলে জানা যাচ্ছে। এই ব্যাঙ্কে একাধিকবার সি বি আই হানা দেয় বলে খবর। স্থানীয় এলাকার মানুষের ঢলনেমেছে এলাকায়। এখন প্রশ্ন এই বেসরকারি ব্যাঙ্কে আগুন লাগলো কি ভাবে?
