



পাট ভর্তি লরিতে আগুন রায়গঞ্জে
সাশ্রয় নিউজ ★ রায়গঞ্জ : পাট ভর্তি লরিতে আগুন লাগে রায়গঞ্জ-এ। ঘটনায় সোহরাই বাজারে আতঙ্ক ছড়ায়। স্থানীয় মানুষজন জানান, পথের ইলেক্ট্রিক তারের সংযোগের ফলে আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, পাট ভর্তি গাড়িটি রায়গঞ্জ শহরের দিকে গন্তব্য ছিল। তার আগেই সোহরাই মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে অগ্নিকাণ্ডের কবলে পড়ে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল সূত্রে খবর, প্রায় দু-লক্ষ টকার ক্ষয়-ক্ষতি হয় বলে উল্লেখ।
ছবি : প্রতীকী
