Sasraya News

Wednesday, June 18, 2025

Fire : আনন্দপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ঝুপড়ি

Listen

আনন্দপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ঝুপড়ি

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আনন্দপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ঝুপড়ি। গ্যাস সিলিণ্ডার ফেটে আগুন আনন্দপুরে। তারপর আগুন গ্রাস করে নেয় ঝুপড়ি গুলিকে। বাসিন্দাদের অভিযোগ, ‘দমকল অফিসে জানানো হলে প্রথমে তাঁরা রাস্তার অজুহাত দেখিয়ে বলেন, রাস্তা খারাপ। আসতে পারব না।’ তাঁরা আরও জানান, ‘পরে বেশ দেরি করে দমকল আসে।’ আসেপাশে পুরো ঝুপড়িগুলি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আনন্দপুর মুণ্ডাপাড়ার অগ্নিকাণ্ড সম্পর্কে পুলিশ সূত্রে খবর, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিণ্ডার ফেটেই আগুন লাগে ঝুপড়িগুলিতে। তদন্ত করে দেখা হচ্ছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment